Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আমি দল করি, তবে দলবাজি করি না-শাহে আলম 
Thursday December 13, 2018 , 2:20 pm
Print this E-mail this

বানারীপাড়া/উজিরপুর আসনে নেতা কর্মীদের মধ্যে যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে তা অবিস্মরণীয়

আমি দল করি, তবে দলবাজি করি না-শাহে আলম


মোঃ আনিছুর রহমান মিলন : আমি দল করি, তবে দলবাজি করি না-আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, ৯০’র স্বৈরচার বিরোধী আন্দোলনের সফল ছাত্রনেতা, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন মোঃ শাহে আলম নির্বাচনী প্রচারনা কালে তার বক্তব্যে এ কথা বলেন। শাহে আলম স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলেন। রাজনীতির মাঠে তিনি ছাত্রলীগের তৃনমূল পর্যায় থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করে জননেত্রী শেখ হাসিনার একান্ত আস্থাশীল নেতা হিসেবে সারাদেশে পরিচিত হন। জনাব শাহে আলম এবারে মনোনয়ন পাওয়ায় বানারীপাড়া/উজিরপুর আসনে নেতা কর্মীদের মধ্যে যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে তা এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে বরিশাল-২ আসনের নির্বাচনী এলাকায়। দীর্ঘ ২৮ বছর পড়ে এলাকার দলীয় এবং সাধারন জনগণের একান্ত প্রাণের দাবী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলমকে এমপি মনোনয়ন দেয়া। ১৯৯১ সালের নির্বাচনে তাকে এমপি মনোনয়ন দেয়ার দাবী উঠে। কিন্তু এর পরেও ৯৬’ ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ নির্বাচন হলেও তিনি মনোনয়ন না পেয়েও জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধাশীল থেকেই তিনি পথ চলেন এবং জাতীর জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ ও লালন করে অপেক্ষার প্রহার গুণেছিলেন। এত দীর্ঘ সময় অপেক্ষার পর আজ সকলের সেই আশা পূর্ণ হলো । এত দীর্ঘ সময় অপেক্ষার মধ্যদিয়ে তিনি প্রমাণ করে দিলেন মুজিব আদর্শের অবিনাশী সৈনিকেরা কত ধৈর্য্যশীল, কত আত্মবিশ্বাসী হতে পারে। শাহে আলম মনোনয়ন পাওয়ায় অভিজ্ঞ মহলের ধারণা বানারীপাড়া/উজিরপুর বরিশাল-২ আসনে তার সাথে যারা প্রতিদ্বন্দ্বীতা করছে তাদের অনেকের জামানত থাকবে না। জনাব শাহে আলম এই নির্বাচনী আসনে এতই জনপ্রিয় যে অন্য দলের অনেক নেতাই এখন মাঠে নেমে তার বিপক্ষে অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে হিমশিম খাচ্ছে। আর এই কথা বিশ্বাস করতেই হবে, কারণ বানারীপাড়া বিএনপি’র প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা সেই দলের সাথে জড়িত ছিল, দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন সেই সব নেতারা সবাই তাদের বিশাল কর্মী বাহিনী নিয়ে শাহে আলম এর ডাকে সাড়া দিয়ে মুজিব আদর্শে বিশ্বাস স্থাপন করে শাহে আলমের হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। তাদের যোগদানের মধ্যদিয়ে এবারের একাদশ জাতীয় সংসদের মেরুকরন, শাহে আলমের নৌকা প্রতিকের আওয়ামী লীগের নিশ্চিত বিজয়ী হওয়ার সম্ভাবনা আরো একধাপ এগিয়ে গেল।




Archives
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের