Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন 
Wednesday December 18, 2024 , 8:17 pm
Print this E-mail this

কুমিল্লা সেনানিবাস সংলগ্ন একটি ঝোঁপে সোহাগী জাহান তনুর মরদেহ পাওয়া যায়

আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন


মুক্তখবর বিনোদন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর নিজের অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার লাগানোর বিষয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেছেন, ভুলবশত ঘটনাটি ঘটেছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। মেহজাবীন বলেন, ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়। প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির ওপরে লাগানো হয়ে যায়।’ তনুর বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তাঁর হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি।’ এই অভিনেত্রী বলেন, ‘আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য।’ এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) মেহজাবীনকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তনুর গ্রাফিতির ওপর সিনেমার পোস্টার লাগাতে দেখা যায়। এসময় তার পাশে সিনেমাটির নির্মাতা শঙ্খ দাসকেও দেখা যায়। যা নিয়ে ফেসবুকজুড়ে সমালোচনার ঝড় তৈরি হয়।সোহাগী জাহান তনু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ছিলেন। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস সংলগ্ন একটি ঝোঁপে তাঁর মরদেহ পাওয়া যায়। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।




Archives
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের