Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১১, ২০২৪ ৫:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আমরা চাই বিগত দিনের ন্যায় শান্তিপূর্ণ ও সহঅবস্থানমূলক বজায় থাকুক-সাদিক 
Sunday July 15, 2018 , 6:22 pm
Print this E-mail this

আমি কারো কোন সমলোচনা করে নিজেকে জড়াতে চাই না, আমি চাই নগরবাসীর ভালবাসা

আমরা চাই বিগত দিনের ন্যায় শান্তিপূর্ণ ও সহঅবস্থানমূলক বজায় থাকুক-সাদিক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে আগামী ৩০ই জুলাই সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে মেয়র প্রার্থীরা আষাড়ের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কাঠফাঁটা রৌদ্র মাথায় উপেক্ষা করে বিরামহীন ভাবে নগরীর ভোটারদের কাছে ছুটে চলছে বরিশালে প্রথম বারের মত সিটি নির্বাচন করতে আসা তরুন রাজনৈতিক ব্যাক্তি বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকা) প্রতীকের মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ তিনি তার প্রচারণায় বিগত দিনের নির্বাচনের প্রার্থীদের ছাড়িয়ে নিজেকে এগিয়ে নেয়ার জন্য ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকল প্রর্যায়ের নগরীর ভোটারদের কাছে দাড়িয়ে বলেন ভোট চাই না আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। আমি যেন আপনাদেরকে সাথে নিয়ে বরিশালের উন্নয়নমূলক কাজ করতে পারি। রবিবার সিটি নির্বাচনের প্রচারনার ৬ষ্ঠ দিনের মত নগরীর প্রান কেন্দ্র সদর রোডে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চাই বিগত দিনের মত শান্তিপূর্ণ ও সহঅবস্থানমূলক বজায় থাকুক। বিগত দিনেও বাংলাদেশ আওয়ামীলীগ সরকারে থাকাকালীন আমাদের দলের মেয়র এখানে ছিল তারপরও এখানকার মানুষ সহ সকল রাজনীতি ব্যাক্তিরা সহঅবস্থানে বসবাস করেছে। ভোটের দিন কোন ধরণের শঙ্কা নেই সকল ভোটার যার যার ভোট নিজেই দিতে পারবে সে যাকেই দিক। তিনি আশা করেন বরিশালের মানুষ উন্নয়নের বিশ্বাসী সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। এছাড়া আমি একজন ভাগ্যবান প্রার্থী আমি যার সাথে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি তিনি এখানকার নির্বাচিত মেয়র সহ চারবারের সংসদ সদস্য ছিলেন আমি তাকে শ্রদ্ধা করি (কাকু) বলে সম্মোধন করি এজন্যই আমি কারো কোন সমলোচনা করে নিজেকে জড়াতে চাই না আমি চাই নগরবাসীর ভালবাসা। এর পর তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ড ও বাণিজ্য এলাকায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গনসংযোগ করেন।




Archives
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন
Image
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ
Image
বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে ভারতের ৪৯ গণমাধ্যম : রিউমর স্ক্যানার