১৩ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ
আমতলীর ১০ মামলার সে-ই পলাতক আসামী গ্রেফতার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আমতলী পৌরসভার ৪ নং ওয়ার্ডের পোস্ট অফিস সংলগ্ন বাসিন্দা ১০টি মাদক মামলার পলাতক আসামী মাদক স¤্রাট মামুন মোর্শেদ কাওছারকে (৩২) শনিবার রাত সোয় ৯টার সময় তার নিজ বাসভবনের পেছন থেকে ১৩ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।রবিবার সকালে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।আমতলী থানা পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদ উল্যার নেতৃত্বে ২০-২৫ জনের এক দল পুলিশ শনিবার রাত সোয় ৯টার সময় পৌরসভার ৪নং ওয়ার্ডের পোস্ট অফিস সংলগ্ন বাসিন্দা আজাহার ডিলারের ছেলে মামুন মোর্শেদ কাওসারকে (৩২) তার নিজস্ব বাসভবনে অভিযান চালিয়ে ঘরের পেছন থেকে ১৩ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করে।কাওসারের বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১০টি মামলা রয়েছে।সবগুলো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাওসার দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইয়াবা ও হিরোইনসহ নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে আসছিল।কাওসার মিজান এবং নারীসহ তার পরিবারের অনেকেই মাদক বিক্রি এবং সেবনের সাথে জড়িত রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।কাওসারের বড় ভাই মিজান মাদক মামলায় ১৫ বছর সাঁজাপ্রাপ্ত হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছেন।কাওসারকে রবিবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সহিদ উল্যাহ জানান,গোপন সংবাদের ভিত্তিতে মামুন মোর্শেদ কাওসারকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১০ টি মামলা রয়েছে।সে দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী।রবিবার সকালে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।