মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন, আফরোজা খানম নাসরিন। আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি আফরোজা খানম নাসরিন বিদ্যালয়ে তার দায়িত্ব বুঝে নিয়েছেন। রবিবার (ফেব্রুয়ারী ২) সকাল ১১ টায় সভাপতি হিসেবে বিদ্যালয়ে প্রবেশ করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সিনিয়র যুগ্ম আহবায়ক ও এডহক কমিটির সভাপতি আফরোজা খানম নাসরিন। এ সময় তাকে স্বাগত জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে পরিচিত হন এবং তৎপরবর্তীতে সকল ক্লাস পরিদর্শন করে সাধারণ ছাত্রীদের সাথে মতবিনিময় করেন তিনি। উল্লেখ্য, আফরোজা খানম নাসরিনকে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করে গত ২৮ জানুয়ারী প্রজ্ঞাপনটি জারি করে বরিশাল শিক্ষা বোর্ড।