প্রচ্ছদ » স্লাইডার নিউজ » আনুস্কা শর্মার সঙ্গে শাহরুখের রসায়ন ফের প্রমাণ করল তিনি রোমান্সের রাজা
Sunday November 25, 2018 , 12:57 pm
অজয়-অতুলের কম্পোজিশনের এই গান মুক্তির পরই মন কেড়েছে সিনেপ্রেমীদের
আনুস্কা শর্মার সঙ্গে শাহরুখের রসায়ন ফের প্রমাণ করল তিনি রোমান্সের রাজা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রোমান্টিক অভিনেতা বলিউড বাদশা শাহরুখ খান। তার সম্পর্কে এই বিশেষণ ব্যবহার করেন বলিউড মহলের একটা বড় অংশ। সেই বিশেষণই ফের সত্যি প্রমাণ করলেন নায়ক। সদ্য মুক্তি পেয়েছে তার আসন্ন ছবি ‘জিরো’র গান ‘মেরে নাম’। আনুস্কা শর্মার সঙ্গে শাহরুখের রসায়ন ফের প্রমাণ করল তিনিই এখনও রোমান্সের রাজা। শাহরুখের গালে গোলাপি আবির। হুইল চেয়ারে বসা আনুষ্কার গালেও অনুরাগের রং। রঙের হোলি প্রেমের জান বুনেছে। অজয়-অতুলের কম্পোজিশনের এই গান মুক্তির পরই মন কেড়েছে সিনেপ্রেমীদের।