Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী 
Thursday May 8, 2025 , 3:41 pm
Print this E-mail this

একাধিকবার চেকটি নগদায়ন করতে গেলে তা ডিজঅনার হয়

আত্মসমর্পণ করে জামিন পেলেন চয়নিকা চৌধুরী


মুক্তখবর বিনোদন ডেস্ক : চেক প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। তিনি আইনজীবীর মাধ্যমে একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। এর আগে ৬ মে মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল। তবে আসামি চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। তার পক্ষে আইনজীবী জেরার জন্য সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করা হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৪ মে মামলা করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। এ মামলার পর ২০১৪ সালে ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা। ওই বছরের ৭ আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। জানা গেছে, চয়নিকা চৌধুরীর মাধ্যমে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ ‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের প্রস্তুতি নেন। এ জন্য ২০১২ সালের ২৪ আগস্ট তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, চয়নিকাকে দুই লাখ ৩০ হাজার টাকা দেন বাদী। নাটকটি নির্মাণ না করায় চয়নিকা ২০১২ সালের ৩০ অক্টোবর বাদী রিয়াজকে দুই লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন। ২০১৩ সালের জানুয়ারি থেকে একাধিকবার চেকটি নগদায়ন করতে গেলে তা ডিজঅনার হয়। এরপর টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি টাকা ফেরত দেননি। পরবর্তীতে তিনি ঢাকার আদালতে এসে তার বিরুদ্ধে মামলা করেন।




Archives
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল আবাসিক হোটেল স্বাগতমে অভিযান, ৬০ পিস ইয়াবাসহ আটক ১
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান