|
আজো আছি স্বপ্নের মায়ায়-শামীমা সুলতানা
জীবন … ! সে তো এক অদ্ভুত তটিনী, কখনো নীরব বয়ে চলা, কখনো স্রোতের তান্ডব লীলা। হাওয়া আর তটিনী অবিচ্ছেদ্য, হাওয়া যখন মৃদু মনে রয়, তটিনী চলে নিটোল নিভৃত ধারায়। হৃদয় ভারে এলিয়ে পরে দেহ ছুটে যায় তটিনীর বুকে, নিটোল ধারায় ভরিয়ে দেয়, স্নিগ্ধতায় সোজা হয়… আবার বাঁচার আশায়। স্রোতের তাণ্ডব আবার… মৃত্যুকে অবলোকন করায়, হৃদয় তখন বিস্মিত ! করে আত্ম প্রশ্ন! তুমিই কি সেই বাঁচার স্বপ্ন? আজ কি রূপ দেখছি তোমার ! তান্ডবে যে নিশ্চিত মৃত্যুর আহ্বান, এনেছি তোমাকে হাওয়ার উপমায়। কত লীলা তোমার ! কখনো স্বপ্ন দিগন্ত, কখনো মৃত্যু ছায়া, এতো আমার স্বপ্নের মায়া ।।
Post Views:
১,৬১৩
|
|