|
ট্রাফিক সপ্তাহর পরেও তিন দিন সময় বাড়ানোয় আগামী ১৪ তারিখ পর্যন্ত অভিযান চলবে
আগৈলঝাড়ায় যানবাহন ও চালকদের বিরুদ্ধে পুলিশের ৩১ মামলা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে ৩১টি মামলা দায়ের করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এসআই শাহানুর মিয়া জানান, গত ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় এসব মামলা করা হয়েছে। তিনি আরও জানান, উল্লেখযোগ্য মামলাগুলো হয়েছে ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির সঠিক কাগজপত্র না থাকা ও মেয়াদত্তীর্ণ কাগজ, হেলমেট না থাকা, ইন্সুরেন্স না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহন, হাইড্রোলিক হর্ন ব্যবহারসহ বিভিন্ন অপরাধ। ওসি আব্দুর রাজ্জাক মোল্লা জানান, ট্রাফিক সপ্তাহর পরেও তিন দিন সময় বাড়ানোয় আগামী ১৪ তারিখ পর্যন্ত অভিযান চলবে। এই তিন দিনে আরও মামলা হবে বলে জানান তিনি। মামলা এড়াতে যানবাহনের মালিকেরা নতুন লাইসেন্স গ্রহণ, লাইসেন্স নবায়নসহ সার্বিক ত্রুটির কারণে সকল কাগজপত্র সঠিকভাবে রাখার জন্য মালিকদের তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
Post Views:
০
|
|