Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আগৈলঝাড়ায় মৎস্য চাষিদের প্রশিক্ষণ উদ্বোধন 
Wednesday August 8, 2018 , 9:23 pm
Print this E-mail this

দুইদিন ব্যাপি মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল

আগৈলঝাড়ায় মৎস্য চাষিদের প্রশিক্ষণ উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগৈলঝাড়ায় মৎস্য বিভাগের উদ্যোগে মৎস্য চাষিদের নিয়ে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিচালনায় ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার যৌথ উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুইদিন ব্যাপি মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। এসময় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোম প্রমুখ। প্রশিক্ষনে মাছ চাষের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন কাঁচা-পাকা সড়ক, বাড়ি-ঘর ভাঙ্গন রোধে পুকুর পাড়ে নেট দিয়ে মাছ চাষ করার জন্য এলাকার মৎস্য চাষিদের প্রতি আহ্বান জানানো হয়। কারণ, মাছ চাষে বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগের ফলে পুকুর পাড়ের মাটি ও সরকারী বে-সরকারী রাস্তা ও বাড়ি ঘর ভাঙ্গনের কবলে পরে বাড়ি ঘর পর্যন্ত বিপদগ্রস্থ হচ্ছে। ফলে এর যোগাযোগ ব্যবস্থার প্রচুর ক্ষয় ক্ষতি হয়ে আসছে।




Archives
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের