ব্রীজ দিয়ে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীসহ বৃদ্ধ লোকজন
আগৈলঝাড়ায় ব্রীজ সংস্কারের অভাবে শিক্ষার্থী ও জনগনের মরন ফাঁদ
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর আয়রণ ব্রীজটি নির্মানের পর কোন সংস্কার না হওয়ায় ব্রীজের ঢালাই খসে পরে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয়দের মরন ফাঁদে পরিনত হয়েছে।এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা এলজিইডি বিভাগ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেন।সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে,১৯৯৭ সালে এলজিইডি বিভাগ থেকে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলের জন্য স্কুল সংলগ্ন খালের উপর আয়রণ স্ট্রাকচার ব্রীজ নির্মান করা হয়।নির্মানের পরে ২০ বছরেও ওই ব্রীজটি কোন সংস্কার না করায় ব্রীজের দক্ষিণ অংশের ঢালাই খসে গর্ত হয়ে লোকজন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এর সাথে ব্রীজের আয়রণ স্ট্রাকচারগুলো মরিচা ধরে ভেঙ্গে খসে পরছে।ঝুঁকিপূর্ণ ওই ব্রীজ দিয়ে মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়,প্রাথমিক ও কলেজের শিক্ষার্থীসহ শতশত লোকজন প্রতিদিন যাতায়াত করছে।ব্রীজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ এলাকার লোকজন।ওই ব্রীজ দিয়ে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীসহ বৃদ্ধ লোকজন।কোমলমতি শিক্ষার্থীদের মরন ফাঁদে পরিনত হওয়া ব্রীজটি দিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে।জরুরী ভিত্তিতে ব্রীজটি সংস্কার বা পুণঃনির্মাণ করা দরকার হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা কেন ওই ব্রীজটি কোন প্রকল্পের আওতায় এত দিন দাখিল করলেন না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তারা।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন,ওই ব্রীজটি আগামী এডিবি প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যান সংস্কার করে দেবেন বলে জানিয়েছেন।