Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আগৈলঝাড়ায় উদ্ধারের চার দিন পর শিশু হাফিজকে পিতার কাছে হস্তান্তর 
Tuesday January 16, 2018 , 8:57 pm
Print this E-mail this

দিনমজুর নজরুল প্যাদার সংসারে চার মেয়ের পর একমাত্র ছেলে হাফিজ

আগৈলঝাড়ায় উদ্ধারের চার দিন পর শিশু হাফিজকে পিতার কাছে হস্তান্তর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় কচুরীপানার উপর ১৯ মাস বয়সী শিশুটিকে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে জানালে শিশুটির কোন পরিচয় না পেয়ে আগৈলঝাড়ার বিভাগীয় বেবী হোমে শিশুটিকে রাখা হয়। চার দিন পর শিশুটির পরিচয় মেলার পরে গতকাল মঙ্গলবার তার পরিবারের কাছে হস্তান্তর করেছে সমাজসেবা অধিদপ্তর। শিশু হাফিজের পিতা দিনমজুর নজরুল প্যাদা তার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পরে বলেন, তাদের সংসারে চার মেয়ের পর একমাত্র এই ছেলে হাফিজ। জানাগেছে, পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের দক্ষিণ সাঁকোকাঠী গ্রামের বাসিন্দা দিনমজুর নজরুল প্যাদার সংসারে চার মেয়ের পর একমাত্র ছেলে হাফিজ (১৯ মাস)। তার স্ত্রী নাসিমা বেগমকে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় অর্থের অভাবে গ্রামীণ টোটকা ও ফকিরি চিকিৎসা করানো হচ্ছে। ১২ জানুয়ারি শুক্রবার শিশু হাফিজকে নিয়ে তার মা নাসিমা বেগম বাড়ি থেকে বের হওয়ার পর হাফিজ নিখোঁজ হয়। ছেলে নিখোঁজের বিষয়ে মা নাসিমা বেগম কোন উত্তর দিতে পারেনি। বাড়ি থেকে অন্তত দুই কিলোমিটার দূরে চন্দ্রহার গ্রামে খালের কচুরীপানার উপর ভাসতে দেখে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ওই দিনই গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গৌরনদী থানা পুলিশ এঘটনায় ওই দিনই একটি সাধারণ ডায়েরী করে (নং-৪৬২), সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বরিশাল বিভাগীয় বেবী হোমে আগৈলঝাড়ায় শিশুটিকে হস্তান্তর করেন। পুলিশ ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে শিশুটির পিতা-মাতার সন্ধানে নামে। এক পর্যায়ে শিশুটির পিতা নজরুল প্যাদার সন্ধান পওয়া যায়। নজরুল প্যাদার বেবী হোমে এসে তার ছেলে হাফিজকে শনাক্ত করে। আইনী প্রকৃয়া শেষে গতকাল ১৬ জানুয়ারী মঙ্গলবার সকালে শিশু হাফিজকে আনুষ্ঠানিকভাবে তার পিতা নজরুল প্যাদার কাছে হস্তান্তর করেন বরিশাল বিভাগীয় বেবী হোম চত্তরে আগৈলঝাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বেবী হোম উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান দুলাল দাশ গুপ্ত, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসুসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা