শপথ বাক্য পাঠ করান বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান
আগৈলঝাড়ার গৈলায় নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু’র শপথ গ্রহণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪ নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক আবুল কালাম আজাদের পরিচালনায় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হালিমুজ্জান হালিম, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। উল্লেখ্য, গত ১২ মে গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তালুকদারের মৃত্যুর কারণে চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা হলে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ঘোষণা করেন। গত ৩ জুলাই চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সাইদুর রহমান ৪নং গৈলা মডেল ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শফিকুল হোসেন টিটু তালুকদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করেন।