Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন : নুরুল হক নুর 
Sunday December 1, 2024 , 9:39 pm
Print this E-mail this

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন : নুরুল হক নুর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগে রাষ্ট্র সংস্কার এরপর নির্বাচনের কথা ভাবতে হবে বলে উল্লেখ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রোববার (১ ডিসেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী শহরের টিনপট্টি এলাকায় জেলা কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায়, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারো ফ্যাসিবাদ কায়েম করতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতির উন্নয়নে নজর দিতে হবে। জনগণের ক্ষোভ বাড়ছে। প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, হিন্দুদের ব্যবহার করে কতিপয় দুষ্কৃতকারী বিদেশি এজেন্ট দেশের সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে। সরকার কঠিন হাতে তাদের প্রতিহত করেছে। জনসাধারণকে বুঝতে হবে দিল্লিকে খুশি রেখে তাদের গোলামি করে যারা এতদিন ক্ষমতায় ছিল, তাদের পতনে দিল্লি খুশি নয়, সে কারণে তারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের সমর্থিত নতুন সরকার আনয়নের জন্য ষড়যন্ত্র করছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলম।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা