Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আগামীকাল (১৬ জানুয়ারি) ভোলায় আসছেন রাষ্ট্রপতি 
Monday January 15, 2018 , 7:16 pm
Print this E-mail this

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ভোলা ও চরফ্যাশন উৎসবের শহরের পরিনত হয়েছে

আগামীকাল (১৬ জানুয়ারি) ভোলায় আসছেন রাষ্ট্রপতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২ দিনের রাষ্ট্রীয় সফরে ভোলায় আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি আগামীকাল মঙ্গল ও বুধবার (১৬ ও ১৭ জানুয়ারি) জেলার চরফ্যাশন এবং বাংলাবাজারে পৃথক দুটি সুধী সমাবেশসহ গুরুত্বপূর্ণ স্থপনার উদ্বোধন করবেন। এ সময় তার সাথে থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদস্য সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন সহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকতাগণ। মঙ্গলবার সকাল ১১টায় মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার এবং অভ্যর্থনা জানানো হবে। দুপুর ২টার দিকে চরফ্যাশন উপজেলা সদরে নির্মিত দক্ষিন পূর্ব এশিয়ার সু-উচ্চ জ্যাকব টাওয়ার উদ্বোধন করবেন তিনি। পরে টিবি হাইস্কুল মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতা করবেন তিনি। এছাড়াও তিনি অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রী কলেজ, বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজ, নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ ও রসুলপুর-এওয়াজপুর মেত্রী সেতুর উদ্বোধন করবেন। বিকাল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে কুকরী-মুকরী যাবেন। সেখানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। বুধবার সকাল সাড়ে ১১টায় তিনি ভোলা সদরের উপ-শহর বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘরের উদ্বোধন করবেন। দুপুর ১২টায় ফাতেমা খানম ডিগ্রী কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখবেন। এদিকে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ভোলা ও চরফ্যাশন উৎসবের শহরের পরিনত হয়েছে। ব্যানার, ফেস্টুন, তোরণ ও আলোকসজ্জায় ছেয়ে পুরো এলাকা। রাষ্ট্রপতি আবদুল হামিদ’র আগমনে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রণচাঞ্চল্য ফিরে এসেছে। দুই উপজেলাসহ পুরো জেলায় জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণের পর ভোলা জেলায় এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধুনিক ও সুউচ্চ জ্যাকব ওয়াচ টায়ারটি ১৮ তলা বিশিষ্ট। এটি ২১৫ ফুট উঁচু এবং নির্মাণে ব্যায় হয়েছে ২০ কোটি টাকা। ৮ মাত্রার ভূমিকম্প সহনীয় টাওয়ারে ক্যাবসুল লিপট রয়েছে। এছাড়াও রয়েছে উচ্চ ক্ষমতার বাইনোকুলার। যাতে ১০০ বর্গ কিলোমিটার এলাকার দৃশ্য দেখা যাবে। টাওয়ারটি নির্মাণ কাজ শুরু হয়েছিলো ২০১৩ সালের দিকে।”




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা