নগরের সোহলে চত্ত্বরস্থ দলীয় কার্যালয় সংলগ্ন বিবির পুকুর পাড়ে এই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়
আগস্টের প্রথম প্রহরে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন
নিজস্ব প্রতিবেদক : শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়। ১৫ই আগস্ট নিহতদের স্মরণে মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে নগরের সোহলে চত্ত্বরস্থ দলীয় কার্যালয় সংলগ্ন বিবির পুকুর পাড়ে এই মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন-বীর বিক্রম, মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেন, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন প্রমুখ। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট মধ্যরাতে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়সহ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিলো। সেই সময় সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ’র বড় ভাই সুকান্ত বাবু ঘাতকদের বুলেটের আঘাতে নিহত হন। সাদিকের মা সাহান আরা বেগম গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে যান আর বাবাও ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যান।