Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ৩:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকায় সাকিব 
Thursday December 30, 2021 , 4:54 pm
Print this E-mail this

বাকি তিনজন হচ্ছেন – বাবর আজম, জান্নেমান মালান ও পল স্টার্লিং

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকায় সাকিব


মুক্তখবর ক্রীড়া ডেস্ক : আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারদের মনোনয়ন তালিকায় জায়গা পেল সাকিব আল হাসান। ২০২১ সালের জন্য ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে মোট চার ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ তালিকায় বাকি তিনজন হচ্ছেন বাবর আজম, জান্নেমান মালান ও পল স্টার্লিং।এ বছরের আইসিসি অ্যাওয়ার্ডসে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ধারাবাহিকভাবে গত দুই দিন ধরে প্রকাশ করা হচ্ছে। টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোনও ক্রিকেটারের নাম না পাওয়া গেলেও বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় সাকিবের নাম পাওয়া যায় ওয়ানডে ক্যাটাগরিতে। সাকিব আল হাসান নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছর মাঠে ফেরেন। গত জানুয়ারিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিততে ব্যাপক ভূমিকা রাখেন তিনি। ৩ ম্যাচে ১ হাফসেঞ্চুরিতে সাকিবের রান ছিল ১১৩। এছাড়া বল হাতেও তুলে নেন ৬টি উইকেট। তবে মে মাসে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি ভালো কাটেনি সাকিবের। তিন ম্যাচে করেছেন মাত্র ১৯ রান, আর উইকেট পেয়েছেন ৩টি। তবে ফের ঘুরে দাঁড়ান জিম্বাবুয়ে সিরিজে। তিন ম্যাচের সিরিজে ১৪৫ রান করার পাশাপাশি তুলে নেন ৮ উইকেট। এই বছর ৯টি ওয়ানডে খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যেখানে দুই হাফসেঞ্চুরিতে ৩৯.৫৭ গড়ে তার সংগ্রহ ২৭৭ রান। এছাড়া ১৭.৫২ গড়ে উইকেট নিয়েছেন ১৭টি।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা