নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় মেয়র প্রার্থী যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল এসেই নতুন চমক দিলেন। ২৪ শে জুন দুপুর ১২ টার দিকে ঢাকা থেকে বিমান যোগে বরিশাল রহমতপুর থেকে বরিশাল কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনের নিজ বাস ভবনে পৌঁছেছেন তিনি। তার বরিশাল আসার খবরে হাজার হাজার নেতাকর্মি তার বাস ভবনে সাক্ষাৎ করতে ছুটে আসেন। অামরাই গড়বো আগামীর বরিশাল – এই শ্লোগানকে সামনে রেখে নগরবাসীর স্বার্থ বিবেচনায় কাজ করতে আগামী ৩০ জুলাই বিসিসি নির্বাচনে নৌকার প্রার্থী মনোনীত হয়ে বরিশালে এসেছেন তিনি। দলীয় মনোনয়ন নিশ্চিত হবার পরে উৎসবমুখর নেতাকর্মীরা যখন অধীর আগ্রহ নিয়ে সাদিক আবদুল্লাহর বরিশালে আগমন ও তাকে বরন করার অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক সেই মুহুর্তে নেতাকর্মীদের না জানিয়ে নিরবে বরিশালে ফিরে এসেছেন এই জনদরদী নেতা। কাউকে না জানিয়ে এইভাবে আসার কারন জানতে চাইলে সাদিক আবদুল্লাহ বলেন, গত ২২ তারিখ গনভবনে আমাকে আমার নিজ দলের নৌকা প্রতিকের মনোনয়ন ঘোষনার পর পরই দলীয় নেতা কর্মিরা আনন্দে নগরীজুরে মিষ্টি বিতরন, দোয়া মোনাজাত ও আনন্দ মিছিল করে উল্লাসে ফেটে পরে। তাই জানিয়ে আসলে উৎসবমুখর নেতাকর্মীদের আনন্দ-উল্লাসে নগরবাসীর দুর্ভোগ তৈরী হতো। জনগনের নেতা হিসেবে আমি সেটা উপলব্ধি করেছি। তাই মনোনয়ন নিয়ে নেতাকর্মিদের জানিয়ে ফিরলে জানযটে শহর অচল হয়ে যেত। যেহেতু আমি জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করেছি সেইজন্যই জনগনের যাতে বিগত দিনের মত কোন দূর্ভোগ না হয় সেই দিক বিবেচনা করেই আমি এভাবে এসেছি। তিনি আরও বলেন আমি দলীয় নেতাকর্মি ও বরিশাল বাসীর পাশে থেকে দীর্ঘ ৭-৮ বছর যাবৎ তাদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তাদের সুখে দুখে ছুটিয়ে বেড়িয়েছি নগরীর এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে পুরস্কার হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন দিয়েছে। সামনের দিন গুলোতে নগরবাসীকে সাথে নিয়ে টেকসই উন্নয়নের কাজ করার ইচ্ছাই আমার কাজ। তিনি আশা করেন, আগামী ৩০ জুলাই ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নগরবাসী তাকে বিজয়ী করবে এবং সেই বিজয় হবে নগরবাসীর বিজয়। এরপর তার কাজ হবে নগরীকে সুন্দর নগরীতে পরিণত করা।