প্রচ্ছদ » স্লাইডার নিউজ » অসহায় মানুষের মাঝে করোনার টিকা বন্টনের দাবীতে বরিশালে বাসদ’র মানববন্ধন
Wednesday February 3, 2021 , 6:05 pm
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রচার সম্পাদক কাজল কুমার দাসের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন
অসহায় মানুষের মাঝে করোনার টিকা বন্টনের দাবীতে বরিশালে বাসদ’র মানববন্ধন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সকল অসহায় সাধারণ মানুষের মাঝে বিনা মূল্যে করোনার টিকা ভ্যাক্সিন নিশ্চিত করা সহ মূমুর্ষ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সদর হাসাপাতালের চিকিৎসাসেবার মান উন্নত করা ও শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে উচ্চ শিক্ষা চালু করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (৩ ফেব্রয়ারি) বেলা ১২টায় বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিকদল (বাসদ) বরিশাল জেলা শাখা। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রচার সম্পাদক কাজল কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন-বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের সভাপতি দুলাল মল্লিক, শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা লামিয়া সায়মন ও শন্তু মিত্র। এসময় বক্তারা বলেন, বরিশালে ভ্যাক্সিন নিয়ে বরিশালে কাউকে দূর্নীতি লুঠপাট করতে দেয়া হবে না। অবিলম্বে বিনা মূল্যে অসহায় সাধারণ মানুষদের করোনা টিকা দেয়ার আওতায় আনার দাবী জানান।