Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অসহায় দুস্থ নাগরিকদের মাঝে মেয়র সাদিকের ২৪ লাখ টাকা সহায়তা প্রদান 
Thursday September 21, 2023 , 7:09 pm
Print this E-mail this

সফলতার পুরোটা সকলের এবং ব্যর্থতার দায়ভার আমার, আমি ছিলাম, আছি, থাকবো-সাদিক

অসহায় দুস্থ নাগরিকদের মাঝে মেয়র সাদিকের ২৪ লাখ টাকা সহায়তা প্রদান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকৃত বিসিসির ১১ কর্মীর পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে এবং অন্যান্য অসহায় দুস্থ নাগরিকসহ মোট ৪২ জনের মাঝে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি আজ বৃহস্পতিবার (সেপ্টেম্বর ২১) বিকেলে নগরীর কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আমি আমার সাধ্যমতো সমাজের অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদানের চেষ্ঠা করেছি। আমি অসহায় মানুষদের পাশে থাকার চেষ্ঠা করেছি। জানি না কতটুকু পেরেছি। সফলতার পুরোটা সকলের এবং ব্যর্থতার দায়ভার আমিই নিলাম। তবে আমি ছিলাম, আছি, থাকবো। যতোদিন আমি বেঁচে আছি, আপনাদের পাশে থাকতে চাই। এক্ষেত্রে আমার যে মেয়র থাকতে হবে তা কিন্তু নয়। সবশেষে মেয়র সাদিক আবদুল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবুল হাসানাত আবদুল্লাহসহ তাঁর পরিবারের সদস্যদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু, প্যানেল মেয়র-অ্যাড. রফিকুল ইসলাম খোকনসহ কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকৃত বিসিসির ১১ কর্মীর পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে মোট ১১ লাখ টাকা এবং অন্যান্য অসহায় দুস্থ ৩১ নাগরিকদের মাঝে ১৩ লাখ টাকাসহ মোট ৪২ জনের মাঝে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ।




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা