এ যাবৎ একশ ৪১টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি
অভিনেতা শশী কাপুর আর নেই !
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : না ফেরার দেশে চলে গেছেন অভিনেতা শশী কাপুর। সোমবার মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন হিন্দি চলচ্চিত্রেরে এক সময়ের জনপ্রিয় এ অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
বহুদিন ধরেই বার্ধক্যজনীত সমস্যায় ভুগছিলেন তিনি। অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে।
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেতা ২০১১ সালে পদ্মভূষণ সম্মাননা লাভ করেন। ২০১৫ সালে দাদা সাহেব ফালকে সম্মাননাও পান।
এ যাবৎ একশ ৪১টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ চলচ্চিত্র দিয়ে অভিনয় জীবনে পা রাখেন তিনি।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী।
Post Views:
১,০১৫
|