Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৪:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অভাবমুক্ত সংসার-ক্ষুধামুক্ত জীবন ॥ সমৃদ্ধির গ্রাম শিবপুর 
Saturday September 23, 2017 , 9:16 pm
Print this E-mail this

মাছ-মুরগী ও সবজি চাষে স্বাবলম্বী, আর এ সাফল্যের জন্য প্রতিটি পরিবারের নারীরা বিশেষ ভূমিকা পালন করছেন

অভাবমুক্ত সংসার-ক্ষুধামুক্ত জীবন ॥ সমৃদ্ধির গ্রাম শিবপুর


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : ক্ষুধামুক্ত জীবন,অভাবমুক্ত সংসার ও সমৃদ্ধির একটি গ্রামের নাম শিবপুর।প্রতিদিন রাত পোহালেই ব্যস্ততা বেড়ে যায় গ্রামের নারী-পুরুষদের।বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পরই অভাবকে বিদায় জানিয়ে এখন ওই গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার পুরোপুরি স্বাবলম্বী হয়েছেন।আর এ সাফল্যের পেছনে গ্রামের গৃহবধূদের শ্রমকেই বেশি প্রাধান্য দিচ্ছেন পুরুষ সদস্যরা।সূত্রমতে,গৃহবধূরা সংসার সামলিয়ে নিজেদের গড়ে তোলা মুরগি ও মাছের খামার এবং সবজি ক্ষেতের পরিচর্যা করে দিন কাটিয়ে থাকেন।এসব খামার ও আগাম সবজি বিক্রি করেই স্বাবলম্বী হয়েছেন শিবপুর গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার।একসময়ের দরিদ্র অঞ্চল বলে খ্যাত ওই গ্রামের অধিকাংশ পরিবারের ছেলে-মেয়েরা আজ নামিদামী বিভিন্ন স্কুল-কলেজে পড়াশুনা করছেন। বরিশালের বিলাঞ্চল বলে খ্যাত উজিরপুর উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে সাতলা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা শিবপুর গ্রাম।কয়েক বছর পূর্বেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ও দরিদ্র পিরিত ওই গ্রামের অধিকাংশ পরিবারের জীবিকা নির্বাহ হতো নৌকাযোগে বিলে মাছ ধরে ও শাপলা বিক্রি করে।যেকারণে অভাব অনটন ছিলো তাদের নিত্যদিনের সঙ্গী।বিদ্যুত ব্যবস্থা,তা ছিলো স্বপ্নের রাজ্যে।মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের আপ্রাণ চেষ্টায় প্রধান সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের পাশাপাশি প্রত্যন্ত বিলাঞ্চলে রাস্তা নির্মান এবং ঘরে ঘরে বিদ্যুত সংযোগ পৌঁছানোর ফলেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে পুরো গ্রামবাসীর।প্রায় দুই হাজার ভোটারের শিবপুর গ্রামে হাতেগোনা মুসলমান ধর্মের লোকজনের পাশাপাশি সিংহভাগই (প্রায় চার শতাধিক) হিন্দু পরিবারের বসবাস।ওই গ্রামের প্রবীণ ব্যক্তি যোগেন সরকার (৮১) বলেন,বছরের বারো মাসের মধ্যে ৮/৯ মাস বিল পানিতে ডুবে থাকে।তাদের গ্রামে পুরো বছর জুড়েই যোগাযোগের জন্য নৌকাই ছিলো একমাত্র ভরসা।আগে নৌকাযোগে বিলে মাছ ধরে ও শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করাই ছিলো তাদের গ্রামের অধিকাংশ পরিবারের একমাত্র পেশা।বর্তমান সরকারের আমলে বিলের মধ্যে রাস্তা নির্মানের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় গ্রামের নারী-পুরুষরা তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন।গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মৎস্য চাষের জন্য মাছের ঘের নির্মান করে তার মধ্যে মুরগি পালনের জন্য খামার (ফার্ম) নির্মান করা হয়েছে।এছাড়া ঘেরের চারিপাশে আগাম সবজি চাষ করা হচ্ছে।একই জমিতে ঘের করে একসাথে মাছ ও মুরগি পালনের সাথে কৃষিকাজের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন গ্রামের প্রায় দুইশতাধিক পরিবার।ওইসব পরিবারের নারীরা আয়ের পাশাপাশি এখন পুষ্টির যোগান দিচ্ছেন।এতে একদিকে যেমন দরিদ্র্যতা কমছে,ঠিক তেমনিভাবে নারীরা সমাজে প্রতিষ্ঠা পাচ্ছেন।একসময়ের দরিদ্র অঞ্চলের প্রতিটি ঘরের ছেলে-মেয়েরা এখন বিভিন্ন নামকরা স্কুল,কলেজে পড়াশুনা করছেন।ওই গ্রামের নির্মল রায় জানান,গত তিনবছর থেকে তিনি আড়াই বিঘা জমিতে মাছের ঘের নির্মান করে তারমধ্যে বিভিন্ন প্রজাতের মাছের চাষ করছেন।ঘেরের মাঝখানে নির্মান করেছেন সু-বিশাল মুরগির ফার্ম।তার ফার্মে এখন প্রায় দুইহাজার মুরগি রয়েছে।একইসাথে ঘেরের চারিপাশে তিনি আগাম সবজি চাষ করেছেন।তার সবজি ক্ষেতে এখন আগাম সিম,বরবটি,লাউ,করল্লা ও কুশি রয়েছে।সবজি ক্ষেতে ৫০ হাজার টাকা ব্যয় করে ইতোমধ্যে তিনি প্রায় দুই লাখ টাকার সবজি বিক্রি করেছেন।এ কাজের পাশাপাশি নির্মল স্থানীয় বিশারকান্দি বাজারে মুদি-মনোহরীর ব্যবসা করছেন।নির্মলের অনুপস্থিতিতে সবকিছু দেখভাল করেন তার স্ত্রী।নির্মল বলেন,কয়েকবছর আগেও অভাবের সংসারে আমাদের খেয়ে না খেয়ে কোনমতে দিনাতিপাত করতে হয়েছে।বর্তমানে অভাব নামের শব্দটি আমাদের জীবনে নেই।ওই গ্রামের দিনমজুর শিবা বিশ্বাস জানান,একসময় বিলে মাছ ধরে ও শাপলা বিক্রি করে সামান্য আয়ে তার সংসার চলছিলো না।বর্তমান সরকারের সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় গত তিনবছর পূর্বে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি নিজস্ব এক বিঘা জমিতে ঘের নির্মান করে মাছ চাষ শুরু করেছেন।একইসাথে ঘেরের চারিপাশে আগাম সবজি চাষ করা হয়।এক বছরের সবজি বিক্রির টাকায় তিনি পুরো ঋণের টাকা পরিশোধ করেছেন।পরবর্তী বছরের উপার্জিত অর্থ দিয়ে তিনি গত দুইবছর পূর্বে ঘেরের মধ্যে মুরগির ফার্ম করেছেন।শিবা বিশ্বাসের মতে-মাছ,মাংস ও সবজি সবই উৎপাদিত হচ্ছে তার ঘেরে।যা বিক্রি করে সংসারের খরচ মেটানো হচ্ছে।তার সন্তানেরা আজ স্কুলে পড়াশুনা করছে।আগে দুইবেলা আধপেটা খেয়ে তাদের জীবন চললেও এখন সেসবই অতীত।নির্মল রায় ও শিবা বিশ্বাস জানান,মাছের ঘেরের মাঝখানে মুরগির ফার্ম করায় মুরগির বিষ্টা ঘেরে পরে বাড়তি আর কোন খাবার দিতে হয়না।নির্মল ও শিবা বিশ্বাসই শুধু নন,ওই গ্রামের প্রায় দুইশতাধিক পরিবার একসাথে ঘেরে মাছ চাষ ও মুরগির ফার্ম করে এবং ঘেরের চারিপাশে আগাম সবজি চাষ করে এখন স্বাবলম্বী হয়েছেন।সাতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক আজাদ জানান,তিনি নিজেও সমিতির মাধ্যমে গ্রামের শতাধিক পরিবারের সদস্যদের নিয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন।তিনি আরও জানান,বর্তমান সরকারের আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও ঘরে ঘরে বিদ্যুত সংযোগ পৌঁছে দেয়ায় শিবপুর গ্রামের প্রায় দুইশতাধিক পরিবার একসাথে তিনটি (মাছ, মুরগি ও সবজি) চাষ করার মাধ্যমে আজ স্বাবলম্বী হয়েছেন।আর এ সাফল্যের জন্য প্রতিটি পরিবারের নারীরা বিশেষ ভূমিকা পালন করছেন।




Archives
Image
দাড়ি-গোঁফ চেঁছে ভারতে পালাচ্ছিলেন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু
Image
বন্ধুর প্রতারণায় নিঃস্ব প্রবাসী, বাউফলের বশিরের বিরুদ্ধে অর্থ আত্নসাতে মামলা!
Image
ভারতে ‘পথ ভুলে’ ট্রেন নেমে গেলো মাঠে, কটাক্ষের শিকার মন্ত্রী
Image
ফেসবুক পোস্টের জেরে ভারতে থাকা বাংলাদেশির ভিসা বাতিল
Image
সোমবার ঢাকায় আসছে জাতিসংঘের তদন্তদল