Current Bangladesh Time
রবিবার জানুয়ারি ১৯, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবিশ্বাস্য সুন্দর পৃথিবী’- হাসপাতালে থেকেই জাফর ইকবাল লিখলেন 
Thursday March 15, 2018 , 12:14 pm
Print this E-mail this

আমি চেতনা এবং অচেতনার মাঝে ঝুলে আছি – জাফর ইকবাল

অবিশ্বাস্য সুন্দর পৃথিবী’- হাসপাতালে থেকেই জাফর ইকবাল লিখলেন


সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক এবং বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল আবার কলম ধরলেন হাসপাতালের বিছানায় থেকেই। হামলার ক্ষত এখনও শুকায়নি। শরীরে একাধিক সেলাই এখনও প্রায় জীবন্ত। সেই অবস্থাতেই নিজের দায়বোধ থেকে বিছানায় শুয়ে কলম ধরেছেন তিনি। লেখার শিরোনাম করেছেন-‘অবিশ্বাস্য সুন্দর পৃথিবী’। এর আগে গত শনিবার সিলেটে ঘাতকের ছুরিকাঘাতে রক্তাক্ত এই শিক্ষককে সেদিনই রাতে ঢাকার সিএমএইচে আনা হয়। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি। সন্ধ্যায় তাকে কেবিনে নেওয়া হয়। তার স্ত্রী ইয়াসমিন হক গত সোমবার গণমাধ্যমকে বলেন, উনার রেস্ট হয় না, সুস্থ হতে যতদিন লাগে, এখানে (সিএমএইচে) থাকুক, উনি ভালো আছেন। জাফর ইকবাল এই লেখায় তার আহত হওয়ার পর থেকে ঢাকায় আসার সময়টুকু তুলে ধরেছেন। তিনি লিখেছেন, আমি একবারও জ্ঞান হারাইনি। মাঝে মাঝে যখন মনে হয়েছে, অচেতন হয়ে যাবো, দাঁতে দাঁত কামড়ে চেতনা ধরে রেখেছি। কেন জানি মনে হচ্ছিলো-অচেতনতার অন্ধকারে একবার হারিয়ে গেলে আর ফিরে আসবো না। ঘুমিয়ে আছি, না জেগে আছি-আমি জানি না-উল্লেখ করে ঢাকায় আসার সময়ে নিজের অনুভূতি কেমন ছিল, তা বলতে গিয়ে তিনি লিখেছেন, আমি চেতনা এবং অচেতনার মাঝে ঝুলে আছি। টের পেলাম আমাকে স্ট্রেচারে শুইয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে কোথায় জানি তোলা হলো, আশেপাশে সামরিক পোশাক পরা মানুষ। আমার কমবয়সী সহকর্মীদের কেউ কেউ আছে। আবছা অন্ধকারে হেলিকপ্টারের ইঞ্জিনের গর্জন শুনতে পেলাম। গর্জন বেড়ে উঠলোÍ নিশ্চয়ই আকাশে উড়তে শুরু করছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম লেখাটি কীভাবে এলো প্রশ্নে তার ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন বলেন, প্রতি বুধবার স্যার সব পত্রিকায় কলাম পাঠান। এবার সেটা হবে কী হবে না, ভাবছিলাম। এ সপ্তাহে লেখা পাঠানো যাবে না-এমন বার্তা সবাইকে পাঠাবো কিনা ভাবতে ভাবতেই হঠাৎ স্যারের ফোন আসে। তিনি জানান, লেখা ইমেইলে পাঠানো হয়েছে। কীভাবে এটা সম্ভব হলো জানাতে গিয়ে জয়নাল বলেন, স্যার লেখাটি তৈরি করে তার মেয়ে ইয়েশিম ইকবালকে দিয়ে পাঠিয়েছেন। অবশ্য মঙ্গলবার পর্যন্ত জাফর ইকবালের দেখভালের জন্য ঢাকায় ছিলেন জয়নাল; এর পর গতকালই সিলেটে ফিরে গেছেন বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র : দৈনিক বাংলাদেশ সময়




Archives
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের
Image
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Image
ফ্যাসিস্টের দোসররা দেশে বিশৃঙ্খলা করছে : সেলিমা রহমান
Image
ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে : জামায়াত আমির
Image
সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করতে হবে : আব্দুল আউয়াল মিন্টু