|
সিটিজেন নামধারী তথাকথিত সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস – বরিশাল নবনিযুক্ত জেলা প্রশাসক
অনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না – বরিশালে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান
স্টাফ রিপোর্টার : সাংবাদিকরা প্রশাসনের শক্তি, দিক নির্দেশক।সমাজের অন্যায় অবিচার তুলে ধরতে কাজ করেন সাংবাদিকরা।বরিশালে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান তার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথাগুলো বলেন।অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন’র সভাপতিত্বে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের সভাপতি, দৈনিক আজকের বার্তার প্রতিষ্ঠাতা-সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ইনডিপেনডেন্ট চ্যানেল বরিশাল বিভাগীয় প্রধান মুরাদ আহমেদ, দৈনিক পরিবর্তন সম্পাদক-প্রকাশক ও কীর্তনখোলা সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির, সমকাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি, এসএম ইকবাল।জেলা প্রশাসক বলেন, ‘আমি কোন অবৈধ ও অনৈতিক চাপের কাছে নতি স্বীকার করব না।’শতভাগ সততার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করি।বাংলাদেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।’এ ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।প্রকৃত ও মুক্তধারার সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের সম্পর্ক থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।প্রেসক্লাব সভাপতি বলেন, ‘আপনি (ডিসি) ম্যাসেজ নিয়ে আসছেন, সেভাবে কাজ করেন।আপনার দায়িত্ব সম্পর্কে আপনি জানেন কি ভাবে তা পালন করতে হবে।আমাদের পরামর্শটুকু গ্রহণ করবেন।পেশাগত কাজ ছাড়া কোন সাংবাদিকের আপনার কাছে কোন কাজ নেই।’সাধারণ সম্পাদক প্রত্রিকা অনুমোদনের ক্ষেত্রে পেশা দারিত্বের বিষয়গুলো খতিয়ে দেখার আহবান জানিয়ে বলেন, ‘খাল-নদীসহ পরিবেশ রক্ষায় আপনার পাশে বরিশালের সাংবাদিক সমাজ থাকবে।’জেলা প্রশাসক সিটিজেন নামধারী তথাকথিত সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।ইনডিপেনডেন্ট চ্যানেল বরিশাল বিভাগীয় প্রধান মুরাদ আহমেদ প্রশাসনের খবর আদান-প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে ম্যাসেজ প্রথা চালু করা এবং সিটিজেন জার্নালিস্টদের পরিচয়পত্র বাতিল এবং সাংবাদিক পরিচয়ে কেউ নিজ স্বার্থ হাসিল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান জানান। দৈনিক পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, দৈনিক কীর্তনখোলা পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ বলেন,‘বরিশালের সাংবাদিকরা ভালো কাজে আপনার (ডিসি) পাশে থাকবেন।’সমকাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি রক্ত চক্ষুকে উপেক্ষা করে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।এসএম ইকবাল বলেন, জেলা প্রশাসক বরিশালের উন্নয়নে কাজ করে যাবেন।এটিএন বাংলার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির টিভি চ্যানেলে খবর প্রকাশে প্রশাসনের পক্ষ থেকে সাক্ষাতকার প্রদানে সহযোগিতা কামনা করেন।নিউজ ২৪ বরিশাল প্রতিনিধি রাহাত খান পত্রিকার মান নিয়ন্ত্রণে এবং নাম সর্বস্ব লোকদের প্রত্রিকা প্রকাশের অনুমতি না দেয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান।প্রথম আলোর সাংবাদিক সাইফুর রহমান মিরন অবৈধ দখলদারদের হাত থেকে খাল ও খাস জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান জানান।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বরিশাল প্রেসকাব সভাপতি এসএস আমজাদ হোসাইন, সাংবাদিক নুরুল ইসলাম চুন্নু, তপংকর চক্রবর্তী, সময় টিভির ফেরদৌস সোহাগ, মাছ রাঙা টিভির গিয়াস উদ্দিন সুমন, জিটিভি’র নিকুঞ্জ বালা পলাশ, দৈনিক প্রথম সকাল প্রকাশক কাজী আল মামুন, দৈনিক আজকের বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি মো. শাহজাহান হাওলাদার, ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেনসহ প্রিন্ট, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র : দৈনিক আজকের বার্তা, বরিশাল।
Post Views:
৭৪
|
|