পলিটেকনিক শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়
অতিরিক্ত ফি প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অতিরিক্ত ফি প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পলিটেকনিক শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন-মো: শাবাব, আবু নাঈম, তানভীর হোসেন ও রকিবুল মারুফ সহ অন্যান্যরা। বক্তারা তাদের শিক্ষা জীবনের এক বছর পিছিয়ে পড়া থেকে উত্তোরন, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাশ চালু করে স্বল্প সিলেবাসে পরীক্ষা গ্রহন, সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করে প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে বুয়েট সহ সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করার দাবি জানান।