বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে
অজ্ঞান পার্টির খপ্পরে হানিফ পরিবহনের চার যাত্রী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরগুনা রুটের হানিফ পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে চার যাত্রী। তাদের মধ্যে দু’জনের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। সোমবার ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন’র (ঢাকা মেট্রো ব-১৪-৪৩৮৫) বাসে এই ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া যাত্রীদের মধ্যে গুরুতর অবস্থায় দু’জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো, চাঁদপুরের বাসিন্দা রেদওয়ান এবং ময়নসিংহ’র বাসিন্দা আবু সাঈদ। পেশায় এরা দু’জন এয়ারকন্ডিশনের (এসি) মেকার। অপর একজনের নাম হাফিজুর রহমান। তিনি সদর উপজেলার চরমোনাই বুখাই নগরের বাসিন্দা। অবশ্য অপর একজন বরিশাল-ঢাকা মহাসড়কের মাঝ পথে নামিয়ে দেয়ায় তার নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী এবং এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, হানিফ পরিবহন’র বরগুনাগামী পরিবহনের যাত্রী হয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিলেন ওই চার যাত্রী। পথিমধ্যে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তারা। যে চারজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তার মধ্যে এসি’র মেকার দুই যুবক বরিশালে এসি সংস্কার কাজের জন্য এসেছিলো বলে তারা জানিয়েছে। বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।