Current Bangladesh Time
বৃহস্পতিবার ডিসেম্বর ১২, ২০২৪ ১:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অচিরেই বিএমএসএফ’র ১২ দফা দাবি বাস্তবে রুপ নেবে-বরিশালে আবু জাফর সূর্য 
Sunday November 11, 2018 , 2:10 pm
Print this E-mail this

সাংবাদিকরা একে অপরের সাথে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান সূর্য

অচিরেই বিএমএসএফ’র ১২ দফা দাবি বাস্তবে রুপ নেবে-বরিশালে আবু জাফর সূর্য


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অচিরেই বিএমএসএফ ঘোষিত ১৪ দফার মধ্যে ১২ দফা দাবি বাস্তবে রুপ নেবে বলে জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য। সাংবাদিকদের এই দাবি বাস্তবায়িত হলে পেশার মর্যাদা অক্ষুন্ন থাকবে। সাংবাদিকরা একে অপরের সাথে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান। শনিবার সকাল ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বরিশাল জেলা কমিটির আহবায়ক কাজী মিরাজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধক ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্জ্ব শহীদুল ইসলাম পাইলট। প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যাড. কাওসার হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য সোহেল সানি। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হেদায়েত উল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমেদ কবির, দফতর সম্পাদক পিনাকি দাস, আইসিটি সম্পাদক গোলাম মাওলা শান্ত, কেন্দ্রীয় সদস্য তুহিন লন্ডনী, ঢাকা জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আবু বকর তালুকদার, কবির নেওয়াজ ও রফিকুল ইসলাম, নারী ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোনালিসা মৌ সাভার উপজেলা কমিটির সভাপতি মাইনুল হাসান, সোনারগাঁও শাখার আহবায়ক মাজহারুল ইসলাম, রংপুরের পীরগঞ্জ শাখার সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদার, বরিশাল প্রেসক্লাব সহ-সভাপতি এম আমজাদ হোসাইন, কাজী আল মামুন, বিএমএসএফ’র সদস্য সচিব মোশাররফ হোসেন, ঝালকাঠি জেলা কমিটির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সহ-সভাপতি প্রভাষক মেসবাহ উদ্দিন খান রতন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, পিরোজপুর জেলা কমিটির সভাপতি , সাধারণ সম্পাদক তানভীর হোসেন, বরগুনা জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক মোস্তফা কাদের, বাকেরগঞ্জ কমিটির সাবেক সভাপতি মনির হোসেন, নলছিটি শাখার সভাপতি মিলন কান্তি দাস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাজাপুর শাখার সভাপতি আহসান হাবিব সোহাগ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মেহেন্দীগঞ্জ কমিটির আহবায়ক মনির হোসেন, বানারীপাড়া শাখার সভাপতি রাহাত সুমন প্রমুখ। বরিশাল জেলা কাউন্সিলে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। কমিটিতে কাজী মিরাজ মাহমুদকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সমাবেশে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান করা হয়।




Archives
Image
‘আ.লীগ ফিরবে’ মন্তব্য করার অভিযোগ, ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ
Image
শহীদ সাগরের বাবার ওপর বরিশালের আগৈলঝাড়ায় হামলা
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন