Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ২:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত 
Monday June 1, 2020 , 12:07 pm
Print this E-mail this

এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত


নিজস্ব প্রতিবেদক : বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে। মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রোববার (৩১ মে) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার গোমার বাসিন্দা ২ জন, বানারীপাড়া উপজেলার বাসিন্দা ১ জন, মুলাদী উপজেলার বাসিন্দা ১ জন, বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ১ জন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন ইন্টার্ন চিকিৎসক, ৩ জন নার্স এবং ২ জন রেজিস্টারসহ ০৭ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন ও জেলা পুলিশের ১ জন, নগরীর বাজার রোড এলাকার ৪ জন, সাগরদি এলাকার ৩ জন, নথুল্লাবাদ ও রুপাতলি এলাকায় ২ জন করে ৪ জন, চকবাজার, সদর রোড, কাঠপট্টি, আমানতগঞ্জ, চরের বাড়ি, নাজির মহল্লা, ভাটিখানা, কাউনিয়া ও পুলিশ লাইন প্রত্যেক এলাকার ১ জন করে মোট ৯ জন ও সদর উপজেলাধীন চরকাউয়া ইউনিয়নেট চর আইচা এলাকার ১ জন। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৪০ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাকে লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
কম্পিউটার দোকানে কাজের আড়ালে জাল নোট ছাপাতেন আরিফ
Image
দূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!