Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হাতুড়ি দিয়ে ইট ভেঙ্গে লেবারের ভূমিকায় যখন বরিশালের মেয়র সাদিক 
Saturday September 5, 2020 , 7:45 am
Print this E-mail this

প্রশংসায় ভাসছেন তিনি, সত্যিই তুমি মহান মেয়র সাদিক, তোমার তুলনা তুমি নিজেই

হাতুড়ি দিয়ে ইট ভেঙ্গে লেবারের ভূমিকায় যখন বরিশালের মেয়র সাদিক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনার মধ্যেও সড়ক সংস্কারে কাজের মান নিশ্চত করতে কঠোর অবস্থানে বরিশাল সিটি কর্পোরেশন’র মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্। সংস্কার কাজের ঢালাইয়ের আগে তাকে হাতুড়ি দিয়ে লেবারের ভূমিকায় ইট ভাঙ্গতে দেখা যায়। সব ঠিক আছে কিনা সরেজমিনে যাচাই বাচাই করেন। ফেসবুক লাইভে মেয়র বলেন, পাঁচ বছরের গ্যারান্টিতে নগরীর সকল রাস্তা সংস্কার করা হবে। অফিসের অযোগ্য কিছু কর্মকর্তার গাফলতির কারণে প্রোজেক্ট নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নিজে দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতেও দেব না। এছাড়াও বৃষ্টি কমলে ভাঙ্গাচুরা রাস্তা সংস্কার কাজে হাত দেয়া হবে বলেও তিনি জানান। সড়কে হাতুড়ি হাতে ইট ভাঙ্গা দেখে সিটি মেয়রের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুকে প্রকাশ হলে নগরবাসীর মধ্যে আগ্রহ তৈরি হয়। অনেকেই সড়কের কাজের মান নিশ্চিত করতে তার এ সাহসী ভূমিকার প্রশংসা করেন। সম্প্রতি তিনি কোন এক বিকালে বান্দরোড এলাকার সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন। এবারও সড়কে ব্যবহৃত ইট নিজেই ভেঙে পরীক্ষা করে আলোচনায় আসাসহ যোগাযোগ মাধ্যামেও তাকে নিয়ে ভূয়সী প্রশংসায় ভাসছেন। একজন মেয়র হয়ে শ্রমিকদের বেশে হাতুড়িদিয়ে ইট ভাঙ্গা শুধু মাত্র একজন সাদিকের পক্ষেই সম্ভব। দ্বায়িত্ব নেওয়ার পর থেকে এক একটি উজ্জ্বল দৃষ্টান্ত জনগনের কাছে দিয়ে রাখছে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্। সত্যিই তুমি মহান মেয়র সাদিক। তোমার তুলনা তুমি নিজেই।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ