Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ১৬, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিমে মাস্ক পূণ: ব্যবহারের সুবিধার্থে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন 
Wednesday May 6, 2020 , 10:34 pm
Print this E-mail this

এন-৯৫ মাস্ক’র সল্পতা ও দামের উপর বিবেচনা করায় এ সকল মাস্ক একাধিকবার ব্যবহার করা বেশ কঠিন

বরিশাল শেবাচিমে মাস্ক পূণ: ব্যবহারের সুবিধার্থে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন


নিজস্ব প্রতিবেদক : বরিশাল শেবাচিমে মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ডক্টরস্ এসোসিয়েশন সংগঠনটির নিজস্ব অর্থায়নে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পূণ: ব্যবহারের সুবিধার্থে স্থাপন করেছে ইউভি স্টেরিলাইজার মেশিন। মেশিনটি ইতোমধ্যেই চালু করা হয়েছে। ফলে একটি মাস্ক একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে। এতে করে অপচয়রোধ সম্ভব হয়েছে। রমজানের শুরুতেই কোয়ারেন্টাইনে থাকা হাসপাতালের ইন্টার্নী ডক্টর ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে ইফতারী বিতরণ করেছে এই সংগঠনটি। পাশাপাশি করোনা ও আইসোলেশন ওয়ার্ডে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীদের স্বজনের মাঝেও ইফতারী বিতরণ অব্যাহত রেখেছে ডা: সৌরভ সুতার ও নূরন্নবী তুহিনের নেতৃত্বাধীন এই সংগঠনটি। বরিশালে করোনাভাইরাস প্রবেশের পর থেকে সংগঠনটির সেবামূলক এই সকল কর্মকান্ডে সহযোগীতার জন্য নেতৃবৃন্দ হাসপাতালের পরিচালক ডা: মো: বাকির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সূত্রমতে, বরিশালসহ দেশে উন্নতমানর এন-৯৫ মাস্ক’র সল্পতা ও দামের উপর বিবেচনা করায় এ সকল মাস্ক একাধিকবার ব্যবহার করা বেশ কঠিন ব্যাপার হয়ে দাড়িয়েছে। এ অবস্থায় শেবাচিম হাসপাতালে একটি ইউভি স্টেরিলাইজার মেশিনের প্রয়োজনিয়তা দেখা দিয়েছে। ফলে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের পক্ষ থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত মাস্ক পুন: ব্যবহারের সুবিধার্থে একটি ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করা হয়েছে। হাসপাতালের ২য় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে (ব্লাড ব্যাংক) স্থাপন করা হয়েছে এই মেশিনটি। আজ বুধবার মেশিনটি চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আউটডোর ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা: নুরুন্নবী তুহিন। তিনি বলেন, এই মেশিনের সাহায্যে একটি মাস্ক স্টেরিলাইজ করে (জীবাণুমুক্ত) একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে। ইতোমধ্যেই যে সকল মাস্ক ব্যবহার করা হয়েছে সেগুলো আবারও স্টেরিলাইজ করার প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এই মেশিনের সুবিধা ভোগ করবেন। পর্যায়ক্রমে এটি জনসাধারণের সুবিধায় ব্যবহার করা হবে। তিনি মেশিনটি স্থাপনে সহযোগীতা করার জন্য তাদের সংগঠনের প্রধান উপদেষ্টা ও হাসপাতালের পরিচালক ডা: মো: বাকির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংগঠনের সভাপতি ডা: সৌরভ সুতার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আউটডোর ডক্টরস্ এসোসিয়েশন শুরু থেকেই সচেতনামূলক কাজ করেছে। করোনা আক্রান্ত ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য সবসময় মেডিকেল (মোবাইল) টিম চালু রেখেছে। মেডিকেল টিমের মোবাইল নম্বর সমুহ বিভিন্ন প্রচার মাধ্যমে নিয়োমিত প্রচার করা হচ্ছে। এর পাশাপাশি খাবার ও ইফতার সামগ্রী বিতরণ অব্যহত রেখেছে। সংগঠনের এই সকল মানবতা ও সমাজসেবা মূলক কার্যক্রম নিজস্ব অর্থায়নে সম্পন্ন হচ্ছে।




Archives
Image
পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
Image
স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী’র ফাঁস!
Image
বরিশালে বেড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
Image
বরিশালে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, রাখিবন্ধন মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ
Image
ইধিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোর্টনি