Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে সাইনবোর্ড লাগিয়ে চলছে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বাণিজ্য 
Sunday August 9, 2020 , 8:43 pm
Print this E-mail this

অনুমোদনবিহীন এবং অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে-নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান

বরিশাল নগরীতে সাইনবোর্ড লাগিয়ে চলছে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বাণিজ্য


খান রুবেল, অতিথি প্রতিবেদক : বরিশাল নগরীতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যার অধিকাংশেরই নেই বৈধ কাগজপত্র। তার উপর নেই আবার চিকিৎসক বা দক্ষ টেকনিশিয়ানও। প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকরা। কোন কোন প্রতিষ্ঠানে প্যাথলজি রিপোর্টে ব্যবহার করা হচ্ছে মৃত চিকিৎসকের নামও। নিয়ম নীতির তোয়াক্কা না করে দীর্ঘ দিন ধরে ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে এমন প্রতারণা চলে আসলেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে স্বাস্থ্য বিভাগ। অভিযোগ উঠেছে স্বাস্থ্যবিভাগ ও প্রশাসনের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করেই ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে চলছে প্রতারণা। কোন কোন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিভাগের খোদ কর্মকর্তাদেরই জড়িত থাকার অভিযোগ রয়েছেন। যার ফলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জোরালো কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি সংশ্লিষ্টদের। তাদের নীরব ভূমিকার কারণে বেড়ে গেছে দালাল সংখ্যাও। তবে সম্প্রতি রাজধানীর জেকেজি এবং রিজেন্ট হাসপাতালে করোনার রিপোর্ট জালিয়াতির ঘটনার পরে টনক নড়ে বরিশাল প্রশাসনের। এর পর পরই বরিশাল নগরীর দুটি ভুয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন তারা। এসময় একজন ডিগ্রি ছাড়া চিকিৎসক ও মালিকসহ সাজনকে কারাদ- প্রদান করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সিলগালা করে দেয়া হয় ওই দুটি অবৈধ প্রতিষ্ঠান। ডিবি পুলিশের পক্ষ থেকে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা হয়েছে নিয়মিত মামলাও। এদিকে হঠাৎ করেই দালাল নির্ভর এসব ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান নগর জুড়ে বেশ সাড়া ফেলে। তবে হঠাৎ করেই তাদের এই অভিযান থেমে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে নতুন করে হতাশার সৃষ্টি হয়েছে। তারা এসব দালাল নির্ভর নামমাত্র ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জোরালো অভিযানের জোর দাবি তুলেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানাগেছে, ‘বরিশাল সিটি কর্পোরেশন এলাকাসহ বিভাগের ছয় জেলায় মোট এক হাজার ১০৫টি বেসরকারি ক্লিনিক-হাসপাতাল, প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে ৬৩৯টি’র নেই বৈধ কাগজপত্র। এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ২৯টি বেসরকারি ক্লিনিক-হাসপাতালের মধ্যে স্বাস্থ্যবিভাগের লাইসেন্স রয়েছে মাত্র ১১টির। পাশাপাশি ১১৬টি বেসরকারি ল্যাব-ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে লাইসেন্স প্রাপ্ত মাত্র ২৮টি। এছাড়া সিটি কর্পোরেশনের বাইরে বিভাগের ছয় জেলায় প্রায় সাড়ে ৯০০ হাসপাতাল-ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে লাইসেন্সধারী মাত্র ৩০০ মতো। লাইসেন্স বিহিন যেগুলো রয়েছে তার মধ্যে অধিকাংশই লাইসেন্স পেতে আবেদন দিয়েছেন। আবার আর কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা দুই থেকে তিন বছর পর্যন্ত কোন ধরনের হালনাগাদের আবেদনও করেনি। অপরদিকে বরিশাল জেলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী সিটি কর্পোরেশন বাদে শুধুমাত্র বরিশাল জেলায় ১২৭টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র ৮৬টির। বাকি ১৪টি বন্ধ হয়ে গেছে। আর আবেদনবিহিন অবস্থায় রয়েছে ১৭টি। যার মধ্যে শুধুমাত্র গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলায় ১৩টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। বৈধগুলোর মধ্যে এ পর্যন্ত নবায়নকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ২৮টি। বাকিদের লাইসেন্স নবায়নের জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সরেজমিন এবং তথ্য সূত্রে জানাগেছে, ‘নগরীর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোড, হাসপাতাল রোড, সদর রোড, গীর্জা মহল্লা, আগরপুর রোড, বাটারগলি, পুরাতন দক্ষিণাঞ্চল গলি, কাকলির মোড়, সদর রোড, বিবির পুকুরের পূর্ব পাড় এবং জর্ডন রোড এলাকা ঘিরে ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ও ক্লিনিক এবং হাসপাতালের সংখ্যাই বেশি। এর মধ্যে আবার শেবাচিম হাসপাতাল এবং জেনারেল হাসপাতালের একশ গজের মধ্যে অন্তত ২০টির অধিক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন খোদ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রভাবশালী ব্যক্তিরা। এখানকার প্রতিটি প্রতিষ্ঠানই দালাল নির্ভর। হাসপাতালের সরকারি এবং বেসরকারি স্টাফদের মাধ্যমে কমিশনের মাধ্যমে রোগী ধরে আনা হচ্ছে বেসরকারি এই প্রতিষ্ঠানগুলো। আবার প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেরই রয়েছে নিজস্ব নিয়োগকৃত দালাল। যারা মার্কেটিং কর্মি নামেই পরিচিত। অবশ্য দালালের বাইরে হাসপাতালের চিকিৎসকরাও ৩০-৪০ শতাংশ কমিশনের মধ্যমে রোগী পাঠাচ্ছেন নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারে। অপরদিকে রোগী ধরার দালালের দৌরত্ম বেশিই দেখা যায় নগরীর সদর রোড কেন্দ্রীক। বাটারগলি, দক্ষিণাঞ্চল গলি, কাকলির মোড় এবং বিবির পুকুর পাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে দালাল চক্রের সদস্যরা। দূর দূরান্ত থেকে আসা রোগীদের ভুলিয়ে ভালিয়ে দালাল চক্র নিয়ে যাচ্ছে নির্দিষ্ট কোন ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিকে। চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার নামে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
খোঁজ নিয়ে জানাগেছে, নগরীতে অবৈধভাবে পরিচালিত অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারের রয়েছে মাত্র সাইনবোর্ড। নেই পরীক্ষা নিরীক্ষার কোন যন্ত্রপাতি কিংবা চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট। পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে স্যাম্পল সংগ্রহ করে একজন চিকিৎসকের নাম ব্যবহার করে তৈরি করে দিচ্ছে ভুয়া রিপোর্ট। এমন ঘটনার বাস্তব প্রমান মেলে নগরীর দুটি ডায়াগনস্টিক সেন্টারে। র‌্যাব ও ডিবি পুলিশের সহযোগিতায় ওই দুটি প্রতিষ্ঠানে অভিযান করে জেলা প্রশাসন। এসময় নগরীর জর্ডান রোড এলাকার দি সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডিগ্রিধারী একজন চিকিৎসক ও ওই প্রতিষ্ঠানের দুই মালিককে ছয় মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মৃত চিকিৎসকের স্বাক্ষর ব্যবহার করে প্যাথলজি রিপোর্ট দেয়া এবং করোনা মৃত্যু হওয়া চিকিৎসকের নাম সাইনবোর্ডে ব্যবহারের প্রমান পান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ কারণে কারাদ- দেয়ার পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়। এরপর দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয় নগরীর আগরপুর রোডের দি মুন মেডিকেল সার্ভিস নামের একটি ডায়াগনস্টিক সেন্টারে। ওই ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক এবং টেকনোলজিস্ট এর জাল স্বাক্ষরে রিপোর্ট দেয়ার অভিযোগ পান ভ্রাম্যমাণ আদালত। এ জন্য প্রতিষ্ঠানের দুই মালিক এবং দু’জন কথিত টেকনিশিয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়ার পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়। তাছাড়া এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে অপর একটি মামলা করেছে বলেও জানা গেছে। এদিকে দুটি প্রতিষ্ঠানে অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে শুরু হওয়া অভিযান অব্যাহত থাকবে। কিন্তু বর্তমানে কথার সাথে কাজের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দুটি অভিযানের পরে পরবর্তীতে অন্য কোন প্রতিষ্ঠানে নতুন করে অভিযান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সচেতন মহল। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে হলে আগে থেকেই স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে হবে এবং তাদের সহযোগিতা নিতে হবে। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের কারণেই প্রশাসনের অভিযান থেমে গেছে বলে দাবি আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। অবশ্য ইতিপূর্বে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক প্রশ্নে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস সাংবাদিকদের জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের লাইসেন্স পেতে পূর্বে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের সনদের প্রয়োজন। এসব সনদ সহকারে লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে হবে। পরে যাচাই বাছাই পরবর্তী লাইসেন্স প্রদান করা হয়ে থাকে। তিনি বলেছেন, ‘যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স এর জন্য আবেদন করেনি বা লাইসেন্স নবায়ন করেনি তাদের তালিকা তৈরির কাজ চলছে। ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার তদারকির জন্য সিটি কর্পোরেশন ও জেলার সিভিল সার্জনদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, ‘কমিটির কাছ থেকে হালনাগাদ তথ্য পেলে অনুমোদনবিহীন এবং অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : আজকের বার্তা




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
কম্পিউটার দোকানে কাজের আড়ালে জাল নোট ছাপাতেন আরিফ
Image
দূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!