Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ১৯, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল চাঁদমারীতে পানির পাইপ ফেটে তলিয়ে আছে সড়ক 
Saturday May 16, 2020 , 10:22 pm
Print this E-mail this

এমন বাস্তবতায় সিটি মেয়রের হস্তক্ষেপ চাইছেন ওয়ার্ডবাসী

বরিশাল চাঁদমারীতে পানির পাইপ ফেটে তলিয়ে আছে সড়ক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরের চাঁদমারী এলাকায় সিটি কর্পোরেশনের সংযোগ পাইপ ফেটে পানিতে তলিয়ে যাচ্ছে আশপাশ এলাকা। অন্তত দুই সপ্তাহ ধরে পানি বের হলেও মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেওয়া নিচ্ছে না। এমনকি ওই ওয়ার্ডের কাউন্সিলরও রয়েছেন নিরব-নিশ্চুপ। এনিয়ে ১০ নম্বর ওয়ার্ডবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছে-বিষয়টি সমাধানে কাউন্সিলর এটিএম শহীদুল্লাহকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু তিনি কোন কর্ণপাত করেননি। বরং বিসিসিকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এমন বক্তব্যের বরাত দিয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রতিবেদককে বললেন-আমার কী করার আছে (!) ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম জানান, চাঁদমারী মসজিদের অদুরে কাউন্সিলরের বাসার সামনে তিনটি রোডের মুখের পানির পাইপটি ফেটে দীর্ঘদিন ধরে পানি বের হয়ে আশপাশ এলাকা তলিয়ে গেছে। অব্যাহতভাবে পানি বের হতে থাকায় ডিসির বাংলোর সড়কটি একটি বড় অংশ ডুবে রয়েছে। ফলে যানবাহনসহ পথচারী চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। বিষয়টি সপ্তাহ খানেক আগে ওয়ার্ড কাউন্সিলরকে এলাকাবাসীর পক্ষে একাধিকবার অবহিত করা হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। স্থানীয় এক বাসিন্দা জানান, সর্বশেষ গত দুদিন ধরে পাইপটি থেকে বেশি পরিমাণ পানি বের হয়ে যাওয়ায় আমবাগানের বাসিন্দা ভোগান্তিতে পড়েছেন। এখন অনেকেই বাসা-বাড়ির ট্যাপে পানি পাওয়া যাচ্ছেন না। খবরটি সিটি কর্পোরেশনের পানি শাখাকে অবহিত করা হলে সেখান থেকেও মেরামতে উদ্যোগ নেই। একটি সূত্র জানায়, একজন স্যানিটাররি মিস্ত্রি দেখে মেরামতে ৬ হাজার টাকার প্রয়োজনীয়তা জানিয়েছিলেন। এই বিষয়টিও কাউন্সিলর ও তার বড়ভাইকে অবহিত করা হয়েছিল। তারপরেও তারা নিশ্চিুপ থাকায় সর্বশেষ বিষয়টি বরিশাল সিটি কর্পোরেশনের পানি শাখার প্রকৌশলী ওমর ফারুককে ফোন করে অবহিত করা হয়। কিন্তু তিনি এ ব্যাপারে সরাসরি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র সাথে কথা বলার পরামর্শ দেন। ওয়ার্ডবাসী চলমান করোনা দুর্যোগে সামাজিক দুরত্বের কারণে মেয়র পর্যন্ত যেতে পারেনি। এই বিষয়ে জানতে পানি শাখার প্রকৌশলী ওমর ফারুকের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেনি। সূত্রগুলো জানায়, অতিদ্রুত পানির সংযোগটি মেরামত করা না হলে ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দা পানিবঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবং ওই স্থানের বাসিন্দাদের চলাচলে দিনাত্তোর ভোগান্তির মাত্রা বৃদ্ধি পাবে। এমন বাস্তবতায় সিটি মেয়রের হস্তক্ষেপ চাইছেন ওয়ার্ডবাসী।

সূত্র : দখিনের ক্রাইম




Archives
Image
অভিমান ভুলে একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা
Image
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
Image
শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী!
Image
একই পরিবারে নিহত ৬, হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির
Image
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ প্রধানমন্ত্রীর