Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ১৯, ২০২৪ ৯:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বাকেরগঞ্জে সওজের জমি দখলের মহোৎসব! 
Wednesday February 26, 2020 , 1:34 pm
Print this E-mail this

সওজ জানায়, এটা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি, এটা এখন পর্যন্ত লিজ দেয়া হয়নি

বরিশালের বাকেরগঞ্জে সওজের জমি দখলের মহোৎসব!


নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জের লেবুখালী ব্রিজ সংলগ্ন এলাকায় প্রকাশ্যে সড়ক ও জনপথের জমি জবরদখলের মহোৎসব চলছে। জবরদখলকারীরা সওজের জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে বানিজ্য উপযোগী করে তুলছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল এই অপকর্ম করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র সরকারী ভূমি জবর দখলের পায়তারা করছিল বেশ কিছুদিন ধরে। সম্প্রতি এই চক্রটি মাথাচারা দিয়ে উঠেছে। এই চক্রটি গত কয়েক মাস যাবৎ লেবুখালী ব্রিজ সংলগ্ন এলাকার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোটি টাকার জমি জবরদখল শুরু করে। এদের মধ্যে লিটন গাজি, জাফর সিকদার, আবুল সিকদার, দেলোয়ার সিকদার, সোহেল সিকদার, জাহাঙ্গির খলিফা, কবির হাওলাদার, জলিল হাওলাদারসহ একাধিক ব্যাক্তি মাটি ফেলে ও খুঁটি গেড়ে জমি দখলের পায়তারা চালাচ্ছে। বেশ কিছু স্থানীয় বাসিন্দা জানায়, ব্যক্তি মালিকাধীন কিছু ভূমিও তারা জবরদখল করে নিয়েছে। ভূমিখেকো এই চক্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলাসহ নানা ভাবে হয়রানী করা হয়। এই জবরদখলকারী প্রভাবশালী চক্রটি মানুষকে বোকা বানিয়ে সরকারি জমি নিজেদের দাবি করে ভূমি জবরদখলের মহোৎসবে মেতেছে। এ ব্যপারে সওজ জানায়, এটা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি। এটা এখন পর্যন্ত লিজ দেয়া হয়নি। জমি দখলের বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেছেন, সওজের জমিতে আমাদের নিয়ন্ত্রণ নেই। তবে ওরা জেলা প্রশাসনের মাধ্যমে সহযোগীতা চাইলে আমরা এ ব্যাপারে সহযোগীতা করতে পারবো।




Archives
Image
অভিমান ভুলে একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা
Image
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
Image
শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী!
Image
একই পরিবারে নিহত ৬, হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির
Image
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ প্রধানমন্ত্রীর