Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ২৮, ২০২৪ ১১:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে করোনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 
Friday May 15, 2020 , 9:10 pm
Print this E-mail this

কর্মশালা পরিচালনা করেন ‘করোনা প্রতিরোধে বরিশাল সমন্বিত উদ্যোগ’ এর সমন্বয়কারী ও বাসদ’র সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী

বরিশালে শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে করোনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় বরিশালে ৪০টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম  “করোনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ” এর পক্ষ থেকে নগরীর এ কে স্কুলে শতাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন ‘করোনা প্রতিরোধে বরিশাল সমন্বিত উদ্যোগ’ এর সমন্বয়কারী ও বাসদ’র সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী। কর্মশালায় বক্তব্য রাখেন-দৈনিক ভোরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সাইফুর রহমান মিরন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সদস্য জাকির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফুল হক মুন্না, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বন্ধুমেলা স্বেচ্ছাসেবী সংগঠন’র সভাপতি মো: আরাফাত হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো: সুজন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল’র বরিশাল জেলা কমিটির সদস্য রিমন শরীফ, লাল সবুজ সোসাইটির সংগঠক মাহতাব হোসেন, এস এন ডি সির সংগঠক তানজিল ইসলাম শুভ প্রমুখ। কর্মশালায় করোনাভাইরাস এর উৎপত্তি, ছড়িয়ে পড়ার পদ্ধতিসহ স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালা থেকে সমন্বিত উদ্যোগ এর মাধ্যমে এলাকায় এলাকায় সচেতনতা বিস্তার কার্যক্রম, লকডাউনের বাসায় জরুরি পণ্য বা ঔষধ পৌঁছানো কার্যক্রম, অসুস্থ রুগীকে চিকিৎসা দান, অসুস্থ রুগী পরিবহন কার্যক্রম ও লাশ দাফন কার্যক্রম বিষয়ক স্বেচ্ছাসেবক টিম গঠনের সিদ্ধান্ত হয়। কর্মশালা শেষে এ কে স্কুলের মাঠে পিপিই পরিধান ও এম্বুলেন্সে করোনা রুগী পরিবহন বিষয়ক মহড়া কার্যক্রমের মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!
Image
পটুয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
বরিশালে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার