Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২০, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যুবকের করোনা শনাক্ত, লকডাউন না মানায় সাকো ভেঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন 
Sunday May 31, 2020 , 9:08 am
Print this E-mail this

পাশ্ববর্তী বাড়িগুলো লকডাউন করে দেওয়া হয়েছে, পরিবারগুলোকে সকল ধরনের সহযোগিতা দেয়া হবে

বরিশালে যুবকের করোনা শনাক্ত, লকডাউন না মানায় সাকো ভেঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদ উপলক্ষে পুরাতন ঢাকা থেকে স্ব-পরিবারে বাড়িতে আসা বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার স্থানীয় প্রশাসন যুবকের বাড়ি আশপাশের ৭টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। লকডাউন অমান্য করে ওই যুবক লোকালয়ে ঘোরাফেরা করায় যাতায়াতের বাঁশের সাকো ভেঙ্গে বাড়ির সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন করে দেন স্থানীয়রা। গৌরনদী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহ জানান, ঈদ উপলক্ষে এক যুবক (৪২) ঢাকা থেকে স্ব পরিবারে গত ২৩ মে গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে আসার পরে যুবকের মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। ওই দিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনার পরীক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার গভীর রাতে তার রিপোর্ট পজিটিভ আসে। খবর পেয়ে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়িসহ পাশ্ববর্তী বাড়ি গুলো লকডাউনের নির্দেশ দেন। স্থানীয়রা জানান, ওই যুবক লকডাউন অমান্য করে হাট-বাজার লোকালয়ে ঘোলাফেরা করে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসি যুবকের বাড়ির সামনে বাঁশের তৈরী সাকোটি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। লকডাউনে থাকা পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সাঁকো ভেঙ্গে ফেলায় খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে না পারায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, কমলাপুর গ্রামের এক ব্যক্তি করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে ওই যুবকের বাড়িসহ পাশ্ববর্তী বাড়িগুলো লকডাউন করে দেওয়া হয়েছে। লকডাউনে থাকা পরিবারগুলোকে সকল ধরনের সহযোগিতা দেয়া হবে।




Archives
Image
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
প্রকাশিত সংবাদ নিয়ে যা বললেন বেনজীর আহমেদ
Image
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বন্ধ, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি
Image
ঋণের চাপে বরিশালে দুই সন্তানের জননীর আত্মহত্যা
Image
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন