Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ২৮, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মায়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে নাবালক সন্তানদ্বয়ের মানববন্ধন 
Monday January 25, 2021 , 3:25 pm
Print this E-mail this

আদালতে হাজির করা হলে আদালত আসামী আলম শরীফকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন

বরিশালে মায়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে নাবালক সন্তানদ্বয়ের মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের শেরে বাংলা সড়কের মা মঞ্জিলের বড় ভাইর স্ত্রী বিলকিস বেগমেকে (৭) বছরের নাবালক শিশু সন্তান ইমন শরীফের চোখের সামনে আপন ছোট চাচা আলম শরীফ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করায় আসামীকে দেশের প্রচালিত আইনের সর্বোচ্চ আইনের মাধ্যমে শাস্তি দেয়ার দাবী করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের নাবালক সন্তান ইমন শরীফ (১৪) ও ছোট ভাই শান্ত শরীফসহ (১২) আপনজন ও স্থানীয় এলাকাবাসী। আজ সোমবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নিহত বিলকিস বেগমের সেদিনের প্রত্যক্ষদর্শী ছেলে ইমন শরীফ কান্না জর্জারিত কন্ঠে তার মায়ের হত্যাকারীকে ন্যায় বিচারের মাধ্যমে দেশের প্রচালিত আইনের মাধ্যমে শাস্তির দাবী করেন। বর্তমানে হত্যাকারী আলম শরীফের পক্ষ অবলম্বনকারীরা মামলার বাদী বিলকিস বেগমের পিতা মফিজ উদ্দিন হাওলাদার (৭০)-কে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরণের প্রলোভন সহ নাতীদেরকে হত্যার হুমকি প্রদান করা হচ্ছে বলে মানববন্ধন কর্মসূচিতে ইমন শরীফ ও ছোট ভাই শান্ত শরীফ অভিযোগ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন-মামলার বাদী মফিজ উদ্দিন হাওলাদার, ইমনের নানী শাহিনুর বেগম, মামা মোঃ সিব্বির আহমেদ, মোঃ বসির আহমেদ, মোঃ নাসির উদ্দিন সহ স্থানীয় এলাকাবাশী। উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ই ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বিলকিস বেগমের ছোট দেবর আলম শরীফ বিলকিস বেগমের ব্যাংকের চেক চুরি করে সেখানে ১লক্ষ টাকা বসিয়ে স্বাক্ষর করতে বলে। চেকের পাতায় স্বাক্ষর না করায় এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে বিলকিস বেগমকে ইমন (৭)-এর সামনে ধারালো অস্ত্র দিয়ে হাত, কান কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ছেলে ইমনের চিৎকারে এলাকাবাশীরা এগিয়ে এসে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে ৫১ দিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এঘটনায় বিলকিসের পিতা মফিজ উদ্দিন হাওলাদার বাদী হয়ে (বিএমপি) এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান আহমেদ হত্যাকারী আলম শরীফের বিরুদ্ধে আদালতে অভিযোগ চার্জসিট দাখিল করে। হত্যার পরপরই আলম শরীফ বরিশাল থেকে দীর্ঘ ৭ বসর পালিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র পরিবর্তন করে দেশ-বিদেশে আত্বগোপন ও পালিয়ে জীবন-যাপন করে চলতে থাকে। অবশেষে গত সোমবার (১৮ জানুয়ারী) ভোররাতে বরিশাল নৌ-বন্দর ঘাটে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি এমভি ফারহান লঞ্চ থেকে এয়ারপোর্ট থানার এএস আই আব্দুর রাজ্জাক, এএসআই কামাল হোসেন ও এএসআই মাহমুদ অভিযান চালিয়ে বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে আলম শরীফকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আদালতে হাজির করা হলে আদালত আসামী আলম শরীফকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।




Archives
Image
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে চার কিশোরসহ সাতজন অপহরণ
Image
বরিশালে রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতককে উদ্ধার
Image
স্যাটেলাইট ট্যাগ নিয়ে বরিশালের নদীতে ঘুরছে সুন্দরবনের কুমির
Image
ঈদে যানবাহনে ভাড়া কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা