Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কৃষকদের কাছ থেকে সরকারের ধান ক্রয় শুরু 
Tuesday May 21, 2019 , 1:10 pm
Print this E-mail this

বরিশালে কৃষকদের কাছ থেকে সরকারের ধান ক্রয় শুরু


শামীম আহমেদ : প্রতি মণ হাজার চল্লিম টাকা দরে বরিশালে কৃষকদের কাছ থেকে সরকারের ধান কেনা কর্মসূচি শুরু হয়েছে। গত সোমবার (২০ মে) আনুষ্ঠানিকভাবে জেলার সদর ও গৌরনদী উপজেলায় এই ধান কেনা শুরু করে খাদ্য অধিদপ্তর। যাদের কৃষক কার্ড রয়েছে, কেবল তাদের কাছ থেকে বর্তমান বাজার দরের চেয়ে দ্বিগুনেরও বেশী মূল্যে এই ধান ক্রয় করা হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সদর উপজেলায় ১৪১ মেট্রিক টন ধান আর জেলায় মোট ১৫শ৮৭ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। বরিশাল সদর উপজেলার কৃষক মো: জলিল হাওলাদার জানান, সরকারের ধান ক্রয় কর্মসূচী অনুযায়ী নির্ধারিত ৩ টন ধান বিক্রি করেছেন। এতে করে ধানের উৎপাদন খরচ বাদ দিয়ে তার ভালো লাভ হয়েছে। সরকারের এমন কর্মসূচীতে সাধুবাদ জানান এই কৃষক। সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো: নজরুল ইসলাম বলেন, তারা কৃষকদের কাছ চিটা ও ময়লা মুক্ত ১৪ ভাগ আদ্রতার ধান সংগ্রহ সংরক্ষণ করবেন। কৃষি অফিস থেকে পাঠানো তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছেন। তিনি আরো বলেন, এবার বেরো মৌসূমে বাজারে মোটা ধান পাঁচ’শ আর চিকন ধান চার’শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কৃষকরা সরকারী খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারায়, তাদের ভাল লাভ থাকবে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ