Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের ৩০টি স্থানে বিক্রি হচ্ছে টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য, বেজায় খুশি ক্রেতারা 
Saturday May 16, 2020 , 9:55 pm
Print this E-mail this

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে-বরিশাল জেলা প্রশাসক

বরিশালের ৩০টি স্থানে বিক্রি হচ্ছে টিসিবি’র ন্যায্য মূল্যের পণ্য, বেজায় খুশি ক্রেতারা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে প্রতিদিন ৩০টি স্থানে বিক্রি হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্য মূল্যের পণ্য।এতে খুশি সাধারণ মানুষ। সরকারের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে শুরু হয় টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম। নগরীর ১১টি স্থানে এবং জেলার ৯ উপজেলার ১৯টি স্থানে বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যের পণ্য। প্রতিদিন এই ৩০ স্থানে ২৫ টন চিনি, ৬ টন মসুর ডাল, ৬০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১৫ টন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এরমধ্যে ৫০ টাকা কেজি দরে জনপ্রতি সর্বোচ্চ ৩ কেজি চিনি, ৫০ টাকা দরে ১ কেজি মসুর ডাল, ৮০ টাকা লিটার দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন এবং ২৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি করে পেঁয়াজ কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। আগে ছোলা এবং খেজুর বিক্রি হলেও মজুদ শেষ হয়েছে গত ১০ মে থেকে। ন্যায্য মূল্যে পন্য কিনতে পাড়ায় বেজায় খুশি সাধারণ ক্রেতারা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
কম্পিউটার দোকানে কাজের আড়ালে জাল নোট ছাপাতেন আরিফ
Image
দূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!