Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ৫:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের ২১৫ মসজিদে প্রধানমন্ত্রী’র অনুদান বিতরণ 
Thursday May 28, 2020 , 6:25 pm
Print this E-mail this

পর্যায়ক্রমে বরিশালের সকল উপজেলা এবং ইউনিয়নের মসজিদ কর্তৃপক্ষ বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হবে

বরিশালের ২১৫ মসজিদে প্রধানমন্ত্রী’র অনুদান বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার ২১৫ মসজিদে প্রধানমন্ত্রী’র দেয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে এই চেক বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। জানা গেছে, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৯৫টি এবং চরমোনাই ইউনিয়নের ১২০টি সহ মোট ২১৫টি মসজিদের অনুকূলে ১০ লক্ষ ৭৫ হাজার টাকার অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন-ইসলামিক ফাউন্ডেশন বরিশালের পরিচালক এবিএম শফিকুল ইসলাম, বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মুনিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের সহকারী পরিচালক আলম হোসেনসহ আরো অনেকেই। করোনাভাইরাস পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণ এবং পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০ টি উপজেলার ৬৬৬৩ টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা জেলা প্রশাসন এর মাধ্যমে বিতরণ করা হবে।বরিশাল সদর উপজেলার ১০৫০ টি মসজিদে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫২ লাখ ৫০ হাজার টাকা, বাকেরগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ১১১৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫৫ লাখ ৬৫ হাজার টাকা, মেহেন্দিগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ৭৮৪ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩৯ লাখ ২০ হাজার টাকা, হিজলা উপজেলার মসজিদের সংখ্যা ৪৩৬ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২১ লাখ ৮০ হাজার টাকা, মুলাদী উপজেলার মসজিদের সংখ্যা ৮৩৮ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪১ লাখ ৯০ হাজার টাকা, বাবুগঞ্জ উপজেলার মসজিদের সংখ্যা ৪৭৭ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৩ লাখ ৮৫ হাজার টাকা, গৌরনদী উপজেলার মসজিদের সংখ্যা ৬৫৫ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩২ লাখ ৭৫ হাজার টাকা, আগৈলঝাড়া উপজেলার মসজিদের সংখ্যা ২৮৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১৪ লাখ ১৫ হাজার টাকা, উজিরপুর উপজেলার মসজিদের সংখ্যা ৫৩৩ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৬ লাখ ৬৫ হাজার টাকা, বানারীপাড়া উপজেলার মসজিদের সংখ্যা ৪৯৪ টি বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার টাকা মোট ৬৬৬৩ টি মসজিদে মোট ৩ কোটি ৩৩ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হবে। পরে সেখানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দেশের মানুষের মঙ্গলকামনা করে দোয়া মোনাজাত করা হয়। পর্যায়ক্রমে বরিশালের সকল উপজেলা এবং ইউনিয়নের মসজিদ কর্তৃপক্ষ বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হবে বলেও জানা গেছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ