Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২০, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের এক আবাসিক হোটেলে গণধর্ষনের শিকার এক কলেজছাত্রী, আটক ৩! 
Sunday August 9, 2020 , 9:38 pm
Print this E-mail this

দৃষ্টান্তমূলক বিচার না হওয়ার কারণে এ ধরণের ঘটনা কমছে না-সাইফুর রহমান মিরণ

বরিশালের এক আবাসিক হোটেলে গণধর্ষনের শিকার এক কলেজছাত্রী, আটক ৩!


নিজস্ব প্রতিবেদক : বরিশালের এক আবাসিক হোটেলে গণধর্ষনের শিকার হয়েছে গৌরনদী সরকারি কলেজের এক ছাত্রী। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (৮ আগস্ট) গভীররাতে নগরীর সাগরদী ব্রিজ এলাকার “হোটেল মুন”এ ঘটে এ ঘটনা। গ্রেফতারকৃতরা হচ্ছে-সজল কর্মকার (২৫), মোঃ মিজানুর রহমান জাকির (৫৩), আব্দুর রাজ্জাক হাওলাদার (৫৫)। প্রথম দু’জন ধর্ষনের অভিযোগ এবং পরেরজন তাদের সহযোগীতা করার অভিযোগে গ্রেফতার হয়েছেন। বরিশাল কোতোয়ালি মডেল থানা ওসি নুরুল ইসলাম জানান, নির্যাতিতা নিজেই বাদী হয়ে ধর্ষনের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, পিরোজপুরের ইন্দুরকানী এলাকার সজল কর্মকারের সাথে বরিশালের গৌরনদীর কলেজ ছাত্রী (মুসলিম)’র ৫ বছর ধরে প্রেম চলছিলো। শনিবার বিয়ের কথা বলে ওই কলেজ ছাত্রীকে বরিশালে এনে হোটেল মুনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষন করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। বিষয়টি টের পেয়ে হোটেলের অপর বোর্ডার মিজানুর রহমান জাকির হোটেল ম্যানেজার আব্দুর রাজ্জাক হাওলাদারের সহায়তায় সজল কর্মকারকে রুম থেকে বের করে দেয়। এরপর ওই কলেজ ছাত্রীকে হোটেল ম্যানেজারের সহযোগীতায় বোর্ডার মিজানুর রহমান জাকির একাধিক বার ধর্ষন করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। তিনি আরও জানান, কলেজ ছাত্রীর চিৎকার টের পেয়ে দুই ব্যক্তি ঘটনা টহল পুলিশকে জানালে, পুলিশ নির্যাতিতাকে উদ্ধার এবং ওই তিনজনকে গ্রেফতার করে। তাদেরকে আজ রোববার (৯ আগস্ট) বিকেলে আদালতে সোপর্দ করা হলে, আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। হোটেল বোর্ডার মিজানুর রহমান জাকিরকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার ভাই বশির উদ্দিন। বরিশাল উদীচী শিল্পিগোষ্ঠী সভাপতি সাইফুর রহমান মিরণ বলেন, দৃষ্টান্তমূলক বিচার না হওয়ার কারণে এ ধরণের ঘটনা কমছে না বলে মনে করেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। পুলিশ আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।




Archives
Image
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
প্রকাশিত সংবাদ নিয়ে যা বললেন বেনজীর আহমেদ
Image
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বন্ধ, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি
Image
ঋণের চাপে বরিশালে দুই সন্তানের জননীর আত্মহত্যা
Image
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন