Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ১৬, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনা হাসপাতালে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য নিরাপদ বুথ স্থাপন 
Sunday May 10, 2020 , 9:54 pm
Print this E-mail this

করোনা যুদ্ধে অংশ নেয়া ফ্রন্ট লাইন চিকিৎসকদের করোনা থেকে নিরাপদ থাকতে বুথটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে

বরগুনা হাসপাতালে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য নিরাপদ বুথ স্থাপন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য নিরাপদ বুথ স্থাপন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন জাগোনারী স্টার্ট ফান্ডের সহায়তায় বুথটি স্থাপন করা হয়। আজ রবিবার (১০ মে) সকাল ১০ টায় বুথের শুভ উদ্বোধন করেন বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ুন শাহীন খান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-বরগুনা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: সোহবার উদ্দিন, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, ডিরেক্টর-রিসোর্স মোবিলাইজেশন এন্ড কমিউনিকেশন ডিউক ইবনে আমিন, রেপিড রেসপন্স অব কোভিড ১৯ প্রকল্পের ব্যবস্থাপক মো: শাহ্ আলম, চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন’র বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টুসহ অন্যান্য গণমাধ্যম কর্মীবৃন্দ। এ সময় বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল আই প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু বলেন, ‘করোনা অদৃশ্য এক শত্রু। এ শত্রু মোকাবেলায় চিকিৎসকগণ সবচেয়ে বেশী ঝুঁকিতে আছেন। করোনা যুদ্ধ মোকাবেলায় চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা একান্ত অপরিহার্য। বুথটি স্থাপনের ফলে চিকিৎসকগণ নিরাপদে করোনা রোগীর স্যাম্পল সংগ্রহ করতে পারবেন।’ এ বিষয়ে জাগোনারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বুথটি স্থাপন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং এর যথাযথ ব্যবহার ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ুন শাহীন খান বুথ স্থাপনের জন্য জাগোনারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা যুদ্ধে অংশ নেয়া ফ্রন্ট লাইন চিকিৎসকদের করোনা থেকে নিরাপদ থাকতে বুথটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।




Archives
Image
পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
Image
স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী’র ফাঁস!
Image
বরিশালে বেড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
Image
বরিশালে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, রাখিবন্ধন মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ
Image
ইধিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোর্টনি