Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় হোম কোয়ারেন্টিনে ২৭, আইসোলেশনে একজন 
Saturday March 21, 2020 , 11:39 am
Print this E-mail this

করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা প্রস্তুত-সিভিল সার্জন ডা: হুমায়ূন শাহীন খান

বরগুনায় হোম কোয়ারেন্টিনে ২৭, আইসোলেশনে একজন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় ভারত থেকে আসা এক ব্যাক্তিকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বরগুনা জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়াও জেলায় বিদেশফেরত ২৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ূন শাহিন খান। বরগুনার সিভিল সার্জন কার্যালয়ের জরুরী কন্ট্রোল রুম সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত ৩৮ জন বিদেশফেরত ব্যাক্তিকে হোম কোয়ারেন্টিন ও আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছিলো। এর মধ্যে ১০ জন ১৪ দিন অতিক্রম করেছে। বাকি ২৮ জনের মধ্যে ২৭ জন হোম কোয়ারেন্টাইনে আছে।

১ জন বরগুনা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রয়েছে। এদের মধ্যে বরগুনার সদর উপজেলায় ৪ জন, বামনা উপজেলায় ৮ জন, পাথরঘাটা উপজেলায় ৬জন, বেতাগী উপজেলায় ১৬ জন। আমতলী উপজেলায় ২ জন এবং তালতলী উপজেলায় ১ জন আছেন। তাদের মধ্য থেকে পাথরঘাটায় ২ জন ও বেতাগীতে ৮ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সোহরাব উদ্দীন জানান, ভারত থেকে আসা এক নাগরিক সাধারন জ্বর ও কাশি নিয়ে আসলে আমরা তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখেছি। তবে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে ভয়ের কোন কারণ নেই। তারপর বিষয়টি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) কে জানানো হয়েছে। বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ূন শাহীন খান বলেন, মাঠ পর্যায়ে মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্য জেলা, উপজেলা স্বাস্থ্য বিভাগকে কর্মীদের মাঠে সচেতনতামূলক কাজ করতে বলা হয়েছে। করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা প্রস্তুত। এছাড়াও তিনি আরো বলেন, হোম কোয়ারেন্টিনে থাকা এসব ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য বিভাগের লোকজন খোঁজ খবর নিচ্ছেন এবং তারা হোম কোয়ারেন্টিনের নিয়মাবলী সঠিকভাবে পালন করছেন কি না সে বিষয়গুলোও লক্ষ্য রাখছেন।




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
কম্পিউটার দোকানে কাজের আড়ালে জাল নোট ছাপাতেন আরিফ
Image
দূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!