Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার আমতলীতে বাউল শিল্পীদের মানবিক ত্রাণ সহায়তা 
Thursday May 7, 2020 , 4:22 pm
Print this E-mail this

বরগুনার আমতলীতে বাউল শিল্পীদের মানবিক ত্রাণ সহায়তা


আমতলীতে বাউল শিল্পীদের মানবিক ত্রাণ সহায়তা

মুবদী সরোয়ার সওম, অতিথি প্রতিবেদক : বরগুনার আমতলীতে মহামারি করোনাভাইরাসে কর্মহীন পঁচিশ জন বাউল শিল্পীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মানবিক খাদ্য সহায়তার ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় পৌরসভার ৩নং ওয়ার্ডের বালুর মাঠে করোনায় কর্মহীন হতদরিদ্র পঁচিশ জন বাউল শিল্পীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক খাদ্য সহায়তার জনপ্রতি ১০ কেজি চাল, ৩ কেজি আলু ১ এক লিটার তৈল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নির্বাহী ম্যাজিষ্ট্রেট জামিউল হিকমা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, করোনায় কর্মহীন পঁচিশ জন বাউল শিল্পীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক খাদ্য সহায়তার চাল, আলু ও তৈল বিতরণ করা হয়েছে।

আমতলীতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

মুবদী সরোয়ার সওম, অতিথি প্রতিবেদক : বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের ইউপি সদস্য মো: মনিরুল ইসলাম হাওলাদারকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্ত্বরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের হাতেম গাজীর বাড়ীর সামনের রাস্তায়। আহত ইউপি সদস্যকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, কুকুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলাম হাওলাদারকে রাত সারে ১০টার দিকে কুকুয়া মৃধাবাড়ী ষ্ট্যান্ড থেকে তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার সময় পথিমধ্যে কৃষ্ণনগর গ্রামের হাতেম গাজী বাড়ীর সামনের রাস্তায় পৌছলে সেখানে পূর্বে থেকে ওৎ পেতে থাকা হাতেম গাজীর পুত্র শহীদ গাজী ও খোকন গাজীসহ আরো ৪/৫ জন চলন্ত মোটর সাইকেলে রামদা দিয়ে বাড়ী মেরে মনিরকে গাড়ী থেকে ফেলে দেয়। এসময় দুর্বৃত্ত্বরা মনিরের মাথায় রামদা দিয়ে কোপ মেরে ও এলোপাথারী পিটিয়ে আহত করে। মনিরের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এলে মনিরকে ফেলে দুর্বৃত্ত্বরা পালিয়ে যায়। স্বজন ও স্থাণীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। আহত মনিরুল ইসলাম মুঠোফোনে বলেন, সম্প্রতি আমার ওয়ার্ডের সুলতান হাওলাদারের বাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়। সে ডাকাতির সময় সুলতান হাওলাদর দস্তাদস্তি করে এক ডাকাতের ফোন ছিনিয়ে রেখে দেয়। সেই ফোনটি একই এলাকার মোতালেবের পুত্র শামীমের চিহ্নিত হওয়ায় আমাকে দোষারুপ করে হত্যা করার উদ্দেশ্যে শহীদ গাজী ও খোকন গাজীসহ আরো ৪/৫ জন আমাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। তিনি আরো বলেন, এই ইউনিয়নে বিগত দিনে যতগুলো চুরি ডাকাতির ঘটনা ঘটেছে সবগুলোর সাথে এরা জড়িত। আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে জানান, ইউপি সদস্যকে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
কম্পিউটার দোকানে কাজের আড়ালে জাল নোট ছাপাতেন আরিফ
Image
দূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!