Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ২৮, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর বাউফলে যুবলীগ কর্মী তাপসের খুনীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ 
Monday May 25, 2020 , 6:30 pm
Print this E-mail this

ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি, তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন

পটুয়াখালীর বাউফলে যুবলীগ কর্মী তাপসের খুনীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগকর্মী তাপস দাসের খুণিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সোমবার বেলা ১১টায় বাউফল পৌর শহরে এ বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় পাঁচ সহস্রাধিক নেতা কর্মী। এ ঘটনাকে কেন্দ্র করে শহড়জুড়ে ঈদের দিনও থমথমে বিরাজ করছে। তোরণ নির্মাণকে কেন্দ্র করে রবিবার দুপুরে সাবেক চিফ হুইপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজের সমর্থিত নেতা কর্মীদের সাথে বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আসম ফিরোজ সমর্থিত যুবলীগ কর্মী তাপস দাসকে (২৯) ধারালো অস্র দিয়ে কুপিয়ে জখম করে মেয়র সমর্থিত কর্মীরা। এ ঘটনায় আহত হয় উভয় পক্ষের ১০ জন নেতা কর্মী। ওই দিনই গুরুতর আহত অবস্থায় তাপস ও ইমাম নামের আরেক যুবলীগ কর্মীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠালে চিকিৎসারত অবস্থায় ওই দিনই রাত ৮টায় তাপসের মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন বিক্ষুদ্ধ হয়ে ওঠে। সোমবার সকালে তাপসের খুণিদের গ্রপ্তার ও বিচারের দাবিতে উপজেলা আওয়ামী লীগ অফিস জনতা ভবন থেকে পাঁচ শহস্রাধিক নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা ডাক বাংলোর সামনে ইলিশ চত্বরে সমাবেশ করে। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওয়াদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজির পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, যুবলীগের সাধারণ সম্পাদক কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত স্থানে বিভিন্ন জাতীয় উৎসব উপলক্ষে সরকারের শুভেচ্ছাসহ সচেতনতামূলক তোরণ নির্মাণ হয়ে আসছে। কিন্তু পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল তার সমর্থিত কর্মীদের নিয়ে ওই স্থানে পরিকল্পিতভাবে তোরণ নির্মাণের চেষ্টা করে। এ সময় তোরণ নির্মাণে নিষেধ করলে পুলিশ প্রশাসনের সামনে তাদের উপর সশস্র হামলা চালায়। এ ঘটনায় জড়িত পৌর মেয়র জিয়াউল হক জুয়েল ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে বাউফলের সার্বিক পরিস্থিতি উত্তপ্ত হলে তার দায় প্রশাসনকে নিতে হবে বলে হুঁশিয়ার করেন তার প্রতিপক্ষরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওয়াদার বলেন, এ ঘটনায় মেয়র জিয়াউল হক জুয়েলকে হুকুমের আসামি করে বাউফল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, এ হত্যার সঙ্গে তিনি বা তার কোনো নেতাকর্মী জড়িত নয়। তিনি করোনাভাইরাসের উপর সচেতনতামূলক একটি সৌজন্য তোরণ করতে গেলে চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ও তার লোকজন তাদের উপর হামলা চালায়। পটুয়াখালী জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাউফল-দশমিনা) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




Archives
Image
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে চার কিশোরসহ সাতজন অপহরণ
Image
বরিশালে রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতককে উদ্ধার
Image
স্যাটেলাইট ট্যাগ নিয়ে বরিশালের নদীতে ঘুরছে সুন্দরবনের কুমির
Image
ঈদে যানবাহনে ভাড়া কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা