Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ১৯, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর বাউফলে ইউনুস ও বাচ্চু বাহিনীর তান্ডব, আহত ৬, একজনের অবস্থা আশঙ্কাজনক! 
Tuesday May 12, 2020 , 10:13 pm
Print this E-mail this

আহত বিধবা আয়েশা তার ৫ সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে

পটুয়াখালীর বাউফলে ইউনুস ও বাচ্চু বাহিনীর তান্ডব, আহত ৬, একজনের অবস্থা আশঙ্কাজনক!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একদিকে করোনা, অপরদিকে পবিত্র মাহে রমযান। সারাবিশ্ব যখন করোনার ছোবলে নাস্তানাবুদ। দু’মুঠো আহার জোগার করতে মানুষ যখন দিশেহারা। ঠিক সেই মুহূর্তে সন্ত্রাসী হামলায় মেতে উঠেছে পটুয়াখালীর বাউফলে ইউনুস ও বাচ্চু বাহিনী। তাদের পরিকল্পিত নির্মম হামলা থেকে রেহাই পায়নি মহিলা, পুরুষ ও শিশু পর্যন্ত। এ বর্বরোচিত হামলায় আহত হয়েছে কমপক্ষে ৬ জন। গতকাল সোমবার (১১ মে) ঠিক ইফতারির পূর্ব মুহূর্তে পটুয়াখালীর বাউফলে ইউনুস ও বাচ্চু বাহিনী তান্ডব চালিয়ে ৬ জনকে গুরুতর আহত করেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। মিনারার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছে। ঘটনাটি ঘটেছে বাউফলের ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়নের ৭ নং আতশখালী গ্রামে। এলাকাবাসী এবং আহতদের স্বজনের অভিযোগ সূত্রে জানা গেছে, ভূমি খেকো, সন্ত্রাসী ইউনুস হাওলাদার ও আইয়ুব হাওলাদার গংরা পূর্বপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী ১৪ নং নওমালা ইউনিয়নের বাচ্চু ও সোহরাব-এর ২৫/৩০ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে রামদা, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ৬ জনকে রক্তাক্ত জখম করেছে। আহতরা হলো-মিনারা বেগম, তাছলিমা বেগম, মিনারার স্বামী ইউনুস, ছেলে হৃদয়, বিধবা আয়শা ও তার পুত্র শাওন প্রমুখ। এদিকে এলাকাবাসী আহতদের উদ্ধার করে দুটো ব্যাটারি চালিত অটোতে পটুয়াখালী নেওয়ার পথে ড্রাইভারদের মারধর করে ওই সন্ত্রাসী বাহিনী। ভাড়াটিয়া সন্ত্রাসিদের সাথে ইউনুসের স্ত্রী এবং মেয়েও সম্মুখ সাঁড়িতে থেকে সমানতালে আহতদের উপর দা, লাঠি দিয়ে দিয়ে মারধর করেছে। সূত্রে জানা গেছে, স্থানীয় মঙ্গল চৌকিদার মারা যাওয়ায় এবং তার কোন ছেলে সন্তান না থাকায় তার দু মেয়ে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি জবরদখল করে আসছিল একই বাড়ির ভূমি খেকো ইউনুস হাওলাদার ও আইয়ুব হাওলাদার গংরা। তাদের পিতার নাম ইউসুফ হাওলাদার। সম্প্রতি মঙ্গল চৌকিদারের বড় মেয়ে মারা যাওয়ায় তার মেয়ে এবং মেয়ে জামাইসহ পুত্র সন্তানরা জমি ভাগ-বাটোয়ারা করতে গেলে বাঁধ সাধে ভূমি খেকো সন্ত্রাসী ইউনুস গংরা। যতোদূর জানা গেছে, গাছ কাটাকে কেন্দ্র করে পূর্বেও এক দফা মারধর করেছে মিনারা গংদের। ওই ঘটনার শালিসী ব্যবস্থার দিনক্ষণ ধার্য ছিল সোমবার দিবাগত সন্ধ্যায়। কিন্তু তার পূর্বেই ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে হত্যার উদ্দেশ্যে মিনারা গংদের উপর অতর্কিত হামলা, ঘরবাড়ি লুটপাট ও ভাংচুর করে এই সন্ত্রাসি বাহিনী। অনুসন্ধানে আরো জানা যায়, ২০১৬ সালের ১৭ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী হিসেবে ওই ওয়ার্ডে নির্বাচন করে চরম ভরাডুবি হয় ইউনুসের। এ থেকেও ক্ষিপ্ত তিনি। মঙ্গল চৌকিদারের মেয়ে এবং সন্তানদের উপর ভোট না দেওয়ার অভিযোগ তুলেন তিনি। এবং বিভিন্ন সময় ভয়-ভীতি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এসব কিছু মিলিয়েই এ হামলা চালিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। জানা গেছে, ইউনুস হাওলাদারের শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী ১৪ নং নওমালা ইউনিয়নের নিজ বটকাজল গ্রামে। আর এ ঘটনার কলকাঠি নাড়ছেন ওই নিজ বটকাজল গ্রামের মেছের সিকদারের ছেলে বাচ্চু সিকদার ও সোহরাব সিকদার। ওই হামলার নেতৃত্বে ছিল বাচ্চু সিকদারের ছেলে আলমাস এবং সোহরাব সিকদারের ছেলে আলকাস। তাদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এদিকে গুরুতর আহতদের হাসপাপাতালে ভর্তি এবং মিনারার অবস্থা আশঙ্কাজনক জেনে ভূমি খেকো ইউনুস ও আইয়ুব গংরা রান্না করা ভাত ঘরে বিছিয়ে এবং তাদের ঘর এলোপাথাড়ি কুপিয়েছে বলেও এলাকাবাসী জানিয়েছে। এ খবর তাৎক্ষণিকভাবে বাউফল থানায় পৌঁছালে ওসি ঘটনাস্থলে এসআই মাধবসহ তার স্বঙ্গীয় ফোর্স পাঠান। পুলিশ ঘটনাস্থলে আসার খবরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনা স্বীকার করেছেন এসআই মাধব। তিনি বলেন এ ধরনের ঘটনা ঘটেছে। আহত বিধবা আয়েশা তার ৫ সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এ ভয়াবহ নিষ্ঠুরতার নিন্দা জানিয়ে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। তাদের দাবি, শান্তপ্রিয় এলাকায় ইউনুস বাহিনী ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে অশান্ত বানিয়েছে।




Archives
Image
অভিমান ভুলে একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা
Image
বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা
Image
শিল্পী সমিতি নির্বাচনে ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী!
Image
একই পরিবারে নিহত ৬, হানিমুনে যাওয়া হলো না নবদম্পতির
Image
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ প্রধানমন্ত্রীর