Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঢাকার আজিমপুর কবরস্থানে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান 
Friday May 15, 2020 , 7:20 pm
Print this E-mail this

তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর, তিনি হার্টের সমস্যার পাশাপাশি কিডনি, ফুসফুস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন

ঢাকার আজিমপুর কবরস্থানে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকার আজিমপুর কবরস্থানে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয়। স্বাস্থ্যবিধি মেনে দেশবরেণ্য এই শিক্ষাবিদের দাফন প্রক্রিয়া সম্পন্ন করে আল মারকাজুল ইসলাম। কবরস্থ করার আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেয়া হয়। বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আনিসুজ্জামান। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গত ২৭ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়। সেখানে চিকি’সাধীন অবস্থায় গতকাল না ফেরার দেশে চলে যান দেশবরেণ্য এই শিক্ষাবিদ। তিনি হার্টের সমস্যার পাশাপাশি কিডনি, ফুসফুস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। জাতীয় এই অধ্যাপকের মৃত্যুর পর তাঁর ছেলে আনন্দ জামান জানিয়েছিলেন, করোনা রিপোর্ট নেগেটিভ এলে শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমিতে মরদেহ নেওয়া হবে। সেখানে ঘণ্টাখানেক রাখার পর বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে আজিমপুরে বাবার কবরে খ্যাতিমান এই শিক্ষাবিদকে শায়িত করা হবে। কিন্তু নমুনা পরীক্ষায় করোনা টেস্ট পজেটিভ আসায় বাংলা একাডেমিতে মরদেহ না নিয়ে সকাল ১০টার দিকে দাফন করা হয় অধ্যাপক আনিসুজ্জামানকে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ