Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ২৮, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনার নামে গ্রামীণফোনের ‘অনৈতিক প্রচারণা’ বন্ধ চায় তিন অপারেটর 
Wednesday May 13, 2020 , 8:00 pm
Print this E-mail this

এসএমপি বিধিমালার বাস্তবায়ন জরুরি ভিত্তিতে কার্যকর করার দাবি জানানো হয় রবি, বাংলালিংক ও টেলিটকের যৌথ চিঠিতে

করোনার নামে গ্রামীণফোনের ‘অনৈতিক প্রচারণা’ বন্ধ চায় তিন অপারেটর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের মহামারিতে মানুষের অসহায়তার সুযোগকে কাজে লাগিয়ে গ্রামীণফোনের ‘অনৈতিক ও অবৈধ’ ব্যবসা করার নীতি বন্ধের দাবি জানিয়েছে মোবাইল অপারেটর রবি, বাংলালিংক ও টেলিটক। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) লেখা একটি যৌথ চিঠিতে তারা বলছে, গ্রামীণফোনের এ ব্যবসায়িক প্রতারণা অনতিবিলম্বে বন্ধ করে তাদের ওপর প্রযোজ্য এসএমপি (সিগনিফিক্যান্ট মার্কেট পাওয়ার) নীতিমালার বাস্তবায়ন করতে হবে। এটি না করা হলে ছোট অপারেটরদের এ মার্কেট থেকে ব্যবসা গুটিয়ে চলে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। যৌথ এ চিঠিতে স্বাক্ষর করেছেন রবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ, বাংলালিংকের সিইও এরিক অস এবং টেলিটকের এমডি শাহাব উদ্দিন। চিঠিতে বলা হয়েছে, করোনা মহামারির এ দুর্যোগের শুরু থেকেই তিন অপারেটর (রবি, বাংলালিংক ও টেলিটক) সাধ্যমতো দেশের জনগণের পাশে দাঁড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ডেটা প্যাকের মূল্য ৬০% পর্যন্ত হ্রাস, ভয়েস কলের মূল্য ২০ শতাংশ হ্রাস, মেয়াদ শেষ হওয়া সিমের মেয়াদ বৃদ্ধি, জরুরি খাদ্য সহায়তা প্রদান, চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান, করোনা আক্রান্ত ব্যক্তি এবং এলাকা শনাক্তকরণে মোবাইল প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে সরকারকে তথ্য-উপাত্ত প্রদানের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সহায়তাসহ নানা পদক্ষেপ। অথচ সংকটকালীন এ সময়ে শীর্ষ অপারেটর ফ্রি মিনিট ও ডেটা প্রদানের নামে মূল্য যুদ্ধ ঘোষণা করে বাজার ভারসাম্য নষ্ট করে ছোট অপারেটরদের কোণঠাসা করে ফেলতে চাইছে। বন্ধ সিম চালুর অফার হিসেবে ১ কোটি মিনিট ফ্রি দেওয়ার কথা বলছে গ্রামীণফোন, যা আসলে একটি মার্কেটিং অফার। অথচ এটিকে করোনা দুর্যোগ মোকাবিলায় সিএসআর কার্যক্রম বলা হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। একইভাবে স্বাস্থ্য অধিদপ্তরের রেজিস্টার্ড হাই-ভ্যালু ২৫ হাজার চিকিৎসককে ফ্রি ডেটা দেওয়ার নামে বাজার কুক্ষিগত করার পাঁয়তারা করছে গ্রামীণফোন, যা এসএমপি অপারেটর হিসেবে কোনোভাবেই তারা করতে পারে না।প্রসঙ্গত, গত শুক্রবার করোনাকালীন দুযোর্গে গ্রাহকদের সহযোগিতার জন্য ১০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে গ্রামীণফোন। এতে বিনামূল্যে ১০ কোটি মিনিট, চিকিৎসকদের ৩০ জিবি ফ্রি ডেটা, রিটেইলারদের ব্যবসায়িক সহযোগিতা প্রদানসহ বেশ কয়েকটি ঘোষণা দেয় গ্রামীণফোন। প্রায় সবগুলি পদক্ষেপই নিজেদের ব্যবসা বাড়াতে বাজারমুখী পদক্ষেপ যা করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) নামে চালিয়ে দেওয়া হয়। এমন অবস্থায় ছোট অপারেটরদের টিকে থাকার স্বার্থে এসএমপি বিধিমালার বাস্তবায়ন জরুরি ভিত্তিতে কার্যকর করার দাবি জানানো হয় রবি, বাংলালিংক ও টেলিটকের যৌথ চিঠিতে।




Archives
Image
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে চার কিশোরসহ সাতজন অপহরণ
Image
বরিশালে রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতককে উদ্ধার
Image
স্যাটেলাইট ট্যাগ নিয়ে বরিশালের নদীতে ঘুরছে সুন্দরবনের কুমির
Image
ঈদে যানবাহনে ভাড়া কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা