Current Bangladesh Time
বৃহস্পতিবার এপ্রিল ২৫, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ইন্সমনিয়া – আফরীন জুঁই 
Monday May 4, 2020 , 8:45 pm
Print this E-mail this

ইন্সমনিয়া – আফরীন জুঁই


ইন্সমনিয়া – আফরীন জুঁই

আমি দীর্ঘ দিন ধরে

ইনসমনিয়ায় ভুগতে ভুগতে,

সবচেয়ে দীর্ঘ ঘুমের অপেক্ষায়।

অথচ কয়েকটা সস্থির নিঃশ্বাসে

রাতের আকাশ অস্থির হয়ে পড়ে।

আর সেই অস্থির রাতের আকাশে

ভেসে ওঠে তোমার সহাস্য মুখের ছবি।

ইনসমনিয়ায় ভুগতে ভুগতে

তোমার প্রেমে পড়ে,  প্রতি রাতে হারাই

স্বপ্ন ভবিষ্যত, বর্তমান, সবই।

জেনে রাখা ভাল,

সবকিছু হারায় যারা, স্বপ্ন হারা মানুষ।

তারাই কবি!

ঘরের চালে ভেসে আসে বাতাসে

ভালোবাসা বাসিতে ব্যাস্ত চড়ুইয়ের স্বর।

এমনই কিছু চেয়ে নেয়া প্রেমে

বেঁচে থাকি একান্ত আমি।

আমার মতো স্বপ্ন হারা মানুষের ঘর।

মাঝে মাঝে মনে হয় তোমারই মতো।

তবুও তো আজ আমি একা।

সাদৃশ্য খুঁজে ফিরি তবুও

জানি হে অদৃশ্য আমার

কোনদিন হবে নাকো দেখা।

আমি দীর্ঘ দিন ধরে

ইন্সমনিয়ায় ভুগতে ভুগতে

সবচেয়ে দীর্ঘ ঘুমের অপেক্ষায়।

কবি : সহ-সভাপতি, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ