Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ২৩, ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আজ ২৫ ফেব্রুয়ারি, নিখিল সেন’র প্রথম মৃত্যুবার্ষীকি 
Tuesday February 25, 2020 , 2:22 pm
Print this E-mail this

আমাদের সংস্কৃতি ও নাটকে অবদানের স্বীকৃতিও পেয়েছেন, বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করেছে

আজ ২৫ ফেব্রুয়ারি, নিখিল সেন’র প্রথম মৃত্যুবার্ষীকি


নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি নিখিল সেন আমাদের ছেড়ে চলে গেছেন। আবৃত্তি, নাটক আর মানুষ গড়ার বাতিঘর ছিলেন নিখিল ছিলেন। শিশুর মতো কোমল আর সমুদ্রের মতো বিশাল হৃদয়ের মানুষ। অকৃপণ হাতে তিনি গড়ে তুলেছেন শাণিত সোনার মানুষ। যারা দেশকে সমৃদ্ধ করতে কাজ করে চলেছেন। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল নিখিল সেনের অমিত স্বপ্ন। ধর্মে ধর্মে বিবেধ এবং হানাহানি নিখিল সেনকে ব্যথিত করে তুলতো। এর বিরুদ্ধে সব সময় সোচ্চার থেকেছেন আমাদের নিখিল দা। কেবল আবৃত্তি দিয়ে কাছে টেনেছেন অনেক কঠিন ও নিরেট মানুষকে। ভালোবাসা আর স্নেহ দিয়ে মুছে দিয়েছেন অনেকের দু:খ-কষ্ট। যিনি বা যারা নিখিল সেনের পরশ পেয়েছেন তিনি বা তারাই সোনার মানুষ হয়েছেন। এমন ভালোবাসার মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন কিছু বুঝে ওঠার আগেই। আমরা নিরব হয়ে দেখলাম তাঁর চলে যাওয়া। আমাদের যেন কোন কিছুই করার ছিল না। তিনি চলে গেছেন ঠিকই। কিন্তু থাকবেন আমাদের হৃদয় মাঝে আজন্ম। নিখিল সেন যেমন সবাইকে আপন করে তিনে পারতেন, তেমনি নিখিল সেনকেও সবাই তাঁদের একজন হিসেবে গ্রহণ করেছে। তার প্রমাণ আমরা দেখেছি নিখিল সেন’র শেষ যাত্রা পথে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই হেঁটেছেন শবযাত্রায়। শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তাঁর প্রাণের সংগঠন উদীচী এবং বরিশাল নাটক তো তাঁর সন্তানতুল্য। তাদের আয়োজন তো ছিলই। এর বাইরে বরিশালের ইতিহাসে সর্ববৃহৎ স্মরণানুষ্ঠান হয়েছে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ ওই স্মরণানুষ্ঠানের আয়োজন করে। সেখানে হাজির হয়েছেন দেশের বরেন্য রাজনীতিক এবং সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা। শহীদ আবদুর রব সেরনিয়াবত বরিশাল প্রেসক্লাবসহ বরিশালের অনেক সংগঠন ও প্রতিষ্ঠান নিখিল সেন স্মরণে আলোচনা ও স্মরণানুষ্ঠান করেছে। ঢাকায় শহীদ মিনারেও একই আয়োজন হয়েছে। আলোর কারিগর নিখিল সেন ১৯৩১ সালের ১৬ এপ্রিল বরিশালের কলশ গ্রামে জন্মগ্রহণ করেন। বরিশাল থেকে মাধ্যমিক পাস করে উচ্চ শিক্ষার জন্য কোলকাতা সিটি কলেজে ভর্তি হন তিনি। সেখান থেকে স্নাতক ডিগ্রী অর্জন করে আবার বরিশালেই ফিরে আসেন।বরিশালে ফিরে আলোকিত মানুষ গড়ার কাজে আত্মেনিয়োগ করেন তিনি। যোগ দেন শিক্ষকতা পেশায়। ছাত্র জীবন থেকে আবৃত্তির সঙ্গে যুক্ত নিখিল সেন আবদুল মালেক খানের কাছে আবৃত্তিতে হাতেখড়ি নেন। তার হাত ধরেই নাটকের মঞ্চে আসা। ফাঁকে তিনি বইয়ের দোকনও দিয়েছিলেন। আবৃত্তি আর নাটক পাগল নিখিল সেন পূর্ণতা পায় উদীচী আর বরিশাল নাটকের সঙ্গে যুক্ত হয়ে। উদীচীর সংগঠক বদিউর রহমান, মানবেন্দ্র বটব্যাল, নারায়ন সাহা এবং অনুতোষ ঘোষ নিখিল সেনকে বইয়ের দোকান থেকে নিয়ে আসেন উদীচী, বরিশাল নাটকের মঞ্চ গড়ার কাজে। মঞ্চ তো তিনি গড়েছেনই। সেটা কেবল উদীচী আর বরিশাল নাটকের নয়। বরিশালের সব সংগঠন ছাড়িয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটেছেন তিনি। সঙ্গে গড়ে তুলেছেন অপার সম্ভাবনার আলোকিত মানুষ।বাংলাদেশে প্রথম কোন প্রাতিষ্ঠানিক আবৃত্তি চর্চার প্রতিষ্ঠান গাড়ার কারিগরদের একজন নিখিল সেন। বরিশাল নাটক পরিচালিত আাবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের তিনি ছিলেন আমৃত্যু পরিচালক। তখন থেকে নিখিল সেনের পুনর্বার জন্ম হয়েছে। এরপর থেকে তিনি সৃষ্টি করে চলেছেন পরিশিলিত মানুষ। তৈরি করেছেন বাচিক শিল্পী। তৈরি করেছেন অভিনেতা-অভিনেত্রী। যারা আজ বরিশালসহ বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে প্রবাসেও অবদান রাখছেন। আলোর কারিগর নিখিল সেন কেবল উদীচী আর বরিশাল নাটককেই লালন করেননি। তাঁর প্রজ্ঞা, মেধা আর যোগ্যতা দিয়ে গোটা বরিশালকে জয় করেছেন। সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বরিশালের সব সংগঠনের আপনজন হয়ে ছিলেন নিখিল সেন। সব কিছু ছাড়িয়ে একুশে পদক পাওয়ার পর তিনি গোটা জাতির শ্রদ্ধার পাত্র হয়ে আজো আমাদের মাঝে আছেন এবং থাকবেন। নিখিল সেন কেবল বরিশালের সম্পদ নয়, সম্পদ বাংলাদেশের। হাসি মাখা মুখচ্ছবি হয়ে নিখিল সেন আছে ও থাকবে সবার অন্তরে। নিখিল সেন আছেন এবং থাকবেন আমাদের স্বত্বায়, আত্মায় ও কর্মে। সংস্কৃতি এবং রাজনীতি সচেতন একজন পরিশুদ্ধ মানুষ নিখিল দা সব সম্ভাবনার দর্শন বুঝতেন। তাঁর প্রাজ্ঞ চিন্তা সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। আমাদের সংস্কৃতি ও নাটকে অবদানের স্বীকৃতিও পেয়েছেন। বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করেছে।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ