Current Bangladesh Time
শুক্রবার মার্চ ২৯, ২০২৪ ১:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘আইজি ব্যাজ’ পাচ্ছেন বরিশাল ট্রাফিক পুলিশের ডিসি খায়রুল আলম 
Friday January 3, 2020 , 8:06 pm
Print this E-mail this

‘আইজি ব্যাজ’ পাচ্ছেন বরিশাল ট্রাফিক পুলিশের ডিসি খায়রুল আলম


নিজস্ব প্রতিবেদক : ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পাচ্ছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) খায়রুল আলম। রোববার (৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের শেষ দিন ছয়টি বিশেষ ক্যাটাগরিতে মনোনীতদের এ পুরস্কার প্রদান করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, খায়রুল আলম বরিশালে দায়ীত্ব গ্রহনের পর থেকে এ পর্যন্ত ৫০ হাজারের বেশী মামলা দিয়ে আড়াই কোটি টাকার মত রাজস্ব আদায় করা হয়েছে। কর্মক্ষেত্রে তিনি কাজকে বেশী গুরুত্ব দিয়ে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, জনমুখী পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখেন। বরিশাল নগরীর সড়কগুলোতে যানজট মুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করেন। গত বছরের শুরু থেকেই নগরীর ব্যস্ততম এলাকা রূপাতলী বাসস্ট্যান্ড, আমতলার মোড়, চৌমাথা বাজার, বাংলা বাজার, নথুল্লাবাদ, সদর রোড, লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় খায়রুল আলম মাঠে থেকেই ট্রাফিক পুলিশকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। নগরীর ব্যস্ততম এলাকাগুলোতে ট্রাফিক পুলিশের তত্পরতা বৃদ্ধিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের প্রতি কঠোর নজরদারি থাকায় দিন দিন মামলার সংখ্যা বেড়েই চলেছে। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার খায়রুল আলম জানান, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তার এ প্রাপ্তিতে পেশাদারিত্ব ও কর্ম উদ্দীপনা আরো বাড়িয়ে দিবে। সারা বছর অক্লান্ত পরিশ্রম করে এমন স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। এই সফলতা ধরে রাখতে আগামী আরো ভালো ভাবে কাজ করে যাবো।




Archives
Image
বরিশালে অবৈধ জালসহ ৪ জেলে আটক
Image
কম্পিউটার দোকানে কাজের আড়ালে জাল নোট ছাপাতেন আরিফ
Image
দূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু
Image
নামাজ চলাকালীন বরিশালের মসজিদে এসি বিস্ফোরণ
Image
পাথর কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারে না, নিছক কুসংস্কার!